বাংলা টেলিভিশনে সুদীপ্তার নতুন যাত্রা, “লাখ টাকার লক্ষ্মীলাভ” শো নিয়ে দর্শকদের উন্মাদনা!

বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) আবারও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চলেছেন। তিনি খুব শীঘ্রই একটি নতুন গেম শো “লাখ টাকার লক্ষ্মীলাভ” এর হোস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এই শোটি বাংলার দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করতে প্রস্তুত। এই শো শুধুমাত্র মহিলাদের জন্য। সান বাংলা চ্যানেলে “লাখ টাকার লক্ষ্মীলাভ” (Lakh Takar Lakshmilav) শোটি দেখানো হবে।

“লাখ টাকার লক্ষ্মীলাভ”(Lakh Takar Lakshmilav) শোয়ের বিষয় সম্পর্কে চ্যানেলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ নিছক একটা গেম-শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই আমাদের এই নতুন উদ্যোগ। খুব শীঘ্রই সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে লাখ টাকার লক্ষ্মীলাভ।’

   

আরও জানানো হয়েছে ‘বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অডিশনের মাধ্যমে। লাখ টাকার লক্ষ্মীলাভ-শোয়ে মোট ৪ রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকবে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতিপর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। তবে কাউকেই খালি হাতে ফিরতে হবে না।’

সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) দীর্ঘ সময় ধরে বাংলা টেলিভিশনে কাজ করে আসছেন। তিনি তার অভিনয় দক্ষতা এবং চমৎকার উপস্থিতির মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে “খোকা সবুজ”, “জীবন-সাথী”, এবং “গোলাপী এলো রঙে” উল্লেখযোগ্য। এছাড়াও, তিনি বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন, যা তাকে আরও জনপ্রিয় করেছে। এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুদীপ্তা নতুন যাত্রা “লাখ টাকার লক্ষ্মীলাভ”(Lakh Takar Lakshmilav) শোয়ের সঞ্চালনা দ্বায়িত্ব সামলাবেন তিনি। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ একটা নন ফিকশন শো।

সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) এই শোয়ের সম্পর্কে জানিয়েছেন ‘আমার নন ফিকশন শোয়ের সঞ্চালনা করতে বরাবরই খুব ভালো লাগে। আমার কেন জানি না মনে হয়, এটাই আমার জায়গা। আমি এখানে নিজেকে খুঁজে পাই। আর তাই শুভঙ্কর যখন আমাকে এই প্রস্তাব দেয়। আমি শুরুতেই এটাতে হ্যাঁ বলে দিয়েছিলাম। কারণ, বাংলা টেলিভিশনে শুভঙ্কর চট্টোপাধ্যায় নন ফিকশন বানাচ্ছেন মানেই সেটা একটা দারুণ বিষয়।’

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন