Subhashree: ‘বাবলি’ শুভশ্রীর এ কি কাণ্ড!

Subhashree: দ্বিতীয়বার মা হওয়ার পর এবার ‘বাবলি’ হয়ে ওঠার গল্প নিয়ে আসলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি নতুন সিনেমার শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর। ছোট্ট ইয়ালিনির…

Subhashree

Subhashree: দ্বিতীয়বার মা হওয়ার পর এবার ‘বাবলি’ হয়ে ওঠার গল্প নিয়ে আসলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি নতুন সিনেমার শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর। ছোট্ট ইয়ালিনির বয়স হতে চলেছে দেড় মাস। আর এদিকে সুপার মম হয়েই একপ্রকার সংসার এবং কাজ দশভুজার মত সামলাচ্ছেন অভিনেত্রী। বাবলির প্রস্তুতির জন্য স্ক্রিপ্ট রিডিং ইত্যাদির ছবির আগেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী নিজেই। এবার শুভ মহরতের ছবিও পোস্ট করলেন।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাবলি ছবির শুভ মহরত। এদিন এই অনুষ্ঠানের পর অভিনেত্রী নিজেই সেই ছবি পোস্ট করেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন শুভ মহরতের ছবি পোস্ট করে লেখেন, ‘সফর শুরু হল। বাবলি।’ এদিন শুভশ্রী পড়েছিলেন হলুদ চুড়িদার এবং সবুজ ওড়না। সঙ্গে ম্যাচিং লম্বা কানের দুল এবং আংটিও পরেছিলেন। হাতে ধরা ক্লিপ বোর্ড, সেখানে লেখা বাবলি, শুভ মহরত। শুভশ্রীর আরেকটি ছবিতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী সৌরসেনী মৈত্র এবং পরিচালক রাজ চক্রবর্তীকে।

   

সৌরসেনি একটি পেঁয়াজি রঙের শাড়ি পরেছিলেন ম্যাচিং ব্লাউজ দিয়ে। অন্যদিকে আবিরের পরনে ছিল সাদা টিশার্টের উপর হলুদ জ্যাকেট এবং জিন্স। রাজকে সাদা পায়জামা পাঞ্জাবিতে দেখা যায়। চলতি মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাবলি ছবিটির শুটিং। এটি আদতে বুদ্ধদেব গুহর একটি নামকরা জনপ্রিয় উপন্যাস। যার উপর ভিত্তি করে বানানো হচ্ছে এই সিনেমাটি। বেশ উচ্ছাসের সঙ্গে জমে উঠেছেন শুভশ্রী। শেষবার তিনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অভিনয় করেছিলেন। আর দ্বিতীয়বার মা হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)