বর্তমান প্রজন্মের টলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), দীর্ঘ কয়েক বছর ধরে তিনি একইভাবে বাংলা চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর অভিনয় দক্ষতা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই কারণ একের পর এক অভিনয় নিয়ে তিনি মুগ্ধ করেছেন সমগ্র বঙ্গসমাজকে।
অভিনয়ের পাশাপাশি সম্পর্কে তাকে দেখা যায় বাংলার সব থেকে বড় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স বিচারকের ভূমিকা আর সেখানেও একইভাবে নিজের দায়িত্ব পালন করেন অভিনেত্রী।
অন্যদিকে, হইচই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওটিটি সিরিজ ইন্দুবালার ভাতের হোটেল। আর স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর অভিনয় আবারও সকলের মন ছুয়ে দিয়েছে। বর্তমানে তিনি যে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রধান অভিনেত্রী সেটা নতুন করে বলার কিছু নেই। ঠিক অভিনয় জগতের মতই তিনি তাঁর ব্যক্তিগত জীবনেও সফল। বাংলা চলচ্চিত্র জগতের সফল পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। আর সব মিলিয়ে নিজের পরিবার নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।
View this post on Instagram
তবে অভিনয় জগত বাদ দিলেও অভিনেত্রীকে মাঝেমধ্যেই দেখা যায় বিভিন্ন অবতাঁর। সপ্তাহে প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন পোশাকে দর্শকদের সামনে ধরা দেন সেটা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। সম্প্রতি ঠিক সেরকমই কিছু ছবি ধরা পড়েছে সমাজ মাধ্যমের পাতায়। যেখানে দেখা গিয়েছে নীল ওয়ান পিস পড়ে নেটিজেনদের মনে বসন্তের ছোঁয়া লাগাচ্ছেন তিনি। যা ইতিমধ্যেই অনেকের মন ছুঁয়ে গিয়েছে।