কলকাতা, ২১ অক্টোবর: টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী আবারও প্রমাণ করলেন যে তিনি শুধু নিজের ছবির জন্যই নয়, সহকর্মীদের সাফল্যেও সমান উচ্ছ্বসিত। রবিবার সকালে তিনি এক্স (Twitter)-এ অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর নতুন ছবি ‘স্বার্থপর’-এর পুরো দলকে শুভেচ্ছা জানালেন।
পোস্টে শুভশ্রী লিখেছেন:
“Wishing all the very best to the entire team of #Sharthopor @YourKoel @SurinderFilms”
সহকর্মীর প্রতি সমর্থন
টলিউড ইন্ডাস্ট্রিতে একসঙ্গে বহু বছর কাজ করার পরেও নায়িকাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও এই ধরনের সমর্থন বার্তা সত্যিই প্রশংসনীয়। ভক্তদের অনেকে মন্তব্য করেছেন, “টলিউডের এই বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি।”
কোয়েল মল্লিকের নতুন ছবি
কোয়েল মল্লিকের অভিনীত ‘স্বার্থপর’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস, যারা বরাবরই বড় বাজেটের পারিবারিক ও সামাজিক ঘরানার ছবির জন্য পরিচিত।
Wishing all the very best to the entire team of #Sharthopor @YourKoel @SurinderFilms pic.twitter.com/QfXXl62Ij3
— Subhashree Ganguly (@subhashreesotwe) October 21, 2025
শুভশ্রীর শুভেচ্ছা নিঃসন্দেহে ছবির টিমের মনোবল বাড়াবে। এখন দেখার বিষয়, কোয়েল–সুরিন্দর ফিল্মসের এই নতুন ছবিটি দর্শক হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে।