কলকাতা, ২১ অক্টোবর: টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী এবার আসতে চলেছেন নতুন ছবির মাধ্যমে। রবিবার নিজের অফিসিয়াল এক্স (Twitter) হ্যান্ডল থেকে তিনি ঘোষণা করেছেন তাঁর আগামী প্রজেক্টের নাম—‘ওয়েটিং রুম’।
পোস্টে শুভশ্রী লিখেছেন— “Need your blessings 🙏🏻 My next #WaitingRoom” এবং ট্যাগ করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়-কে (@KGunedited)। এই এক লাইনের বার্তাই যথেষ্ট ছিল ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দিতে।
কৌশিক-শুভশ্রী জুটি আবারও
প্রসঙ্গত, শুভশ্রী ইতিমধ্যেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের একাধিক ছবিতে কাজ করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এবারও তাঁর নতুন ছবির গল্পে বিশেষ কিছু থাকতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। পরিচালক নিজেও পরিচিত সমাজকেন্দ্রিক এবং বাস্তবধর্মী গল্প বলার জন্য। ফলে, ‘ওয়েটিং রুম’-এর মাধ্যমে দর্শকরা এক নতুন অভিজ্ঞতার অপেক্ষায় থাকবেন।
Need your blessings 🙏🏻
My next #WaitingRoom @KGunedited pic.twitter.com/C9M0gTmMFg— Subhashree Ganguly (@subhashreesotwe) October 21, 2025
ভক্তদের প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পর থেকেই ভক্তদের শুভেচ্ছার বন্যা। কেউ লিখেছেন, “Another national award-winning performance loading…” আবার কেউ মন্তব্য করেছেন, “Can’t wait to see you in this new avatar, Subhashree!”
সব মিলিয়ে, টলিউডের দর্শকদের জন্য শুভশ্রীর এই ঘোষণাই এখন সবচেয়ে বড় খবর। কবে মুক্তি পাবে ‘ওয়েটিং রুম’, সেই নিয়ে এখন থেকেই আগ্রহ তুঙ্গে।