কর্মক্ষেত্রে নারীদের ‘হেনস্থার’ গল্প নিয়ে আসছে “অপরাজিতা”

Discover the upcoming Bengali film Aparajita, directed by Birsa Dasgupta, featuring Subhashree Ganguly and Ushasi Roy

কর্মক্ষেত্রে নারীদের সঙ্গে যৌন হেনস্থা নিয়ে সিনেমা! হ্যাঁ ঠিকই শুনছেন এমনই পরিকল্পনা করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta)। সম্প্রতি পরিচালক তার ইনস্টাগ্রামে পরবর্তী ছবির বিষয়ে শেয়ার করেছেন। আর.জি. কর কাণ্ডের রায় বেরোনোর পরেই পরিচালকের এই পোস্ট নিয়ে অনেক জল্পনার সৃষ্টি হয়েছে।

তবে পরিচালক (Birsa Dasgupta) স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই ঘটনার সঙ্গে তার ছবির কোনো সম্পর্ক নেই, তিনি বলেছেন যে, “২০১৮ থেকে এই বিষয়টা নিয়ে ভাবছি। আমার একজন খুব চেনাজানা মানুষের সঙ্গে এই ধরণের একটি ঘটনা ঘটেছিলো। পদ্মনাভ দাশগুপ্তর সঙ্গে এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। এতো দিনে সবটা বাস্তবায়িত হলো।”

   

বর্তমানে দাঁড়িয়ে দেখলে ছবির বিষয়টি খুবই প্রাসঙ্গিক মনে হবে। পরিচালক (Birsa Dasgupta)আরও বলেছেন যে, “একটা সিনেমা অনেক কিছু বদলে দেবে এমন নয়। কিন্তু সিনেমার প্রভাব সমাজ জীবনে পড়ে, এটাও ঠিক। অন্তত আলোচনার পরিসর তৈরী হয়। আমার দুই মেয়ে রয়েছে। বাবা হিসেবেও মাথার মধ্যে অনেক ধরণের দুশ্চিন্তা ঘরে।”

ছবিটির নাম হলো “অপরাজিতা” (Aparajita) । ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে এবং ঊষসী রায়, বিদীপ্তা চক্রবর্তী ও কৌশিক সেন কে। ছবিতে শুভশ্রীকে একজন উকিলের চরিত্রে দেখা যাবে, তার অভিনীত চরিত্রের নাম ইয়ানা। ছবিটির মূল কাহিনী শোনার পরে অভিনেত্রী জানিয়েছেন, “এখনও স্ক্রিপ্ট পড়িনি শুধুমাত্র গল্পটা শুনেছি। তাতেই ভীষণ ভালো লেগেছে। আর বিরসাদার পরিচালনার ওপর আমার আস্থা রয়েছে।”

অন্যদিকে ঊষসী অভিনীত চরিত্রের নাম কুহু, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাঙালি মেয়ে যাকে কর্মক্ষেত্রে গিয়ে যৌন হেনস্থার মুখোমুখি হতে হবে। আপাতত অভিনেত্রীকে এখন ষ্টার জলসার পর্দায় “গৃহপ্রবেশ” ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছে, সঙ্গে বিদীপ্তা চক্রবর্তীকেও এই ধারাবাহিকে তার শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

পরিচালক বিরসা দাশগুপ্তর (Birsa Dasgupta) শুভশ্রী গাঙ্গুলী এবং ঊষসী রায়ের সঙ্গে এই প্রথমবার কাজ। এই ছবির প্রযোজনা করছেন সপ্তর্ষি দাস। ছবির সিনেমাটোগ্রাফার হলেন মধুরা পালিত এবং মিউসিক করছেন দীপ্তার্ক বসু। “অপরাজিতা”-র শুটিং শুরু হওয়ার কথা ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুর দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন