স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরেই সেটা বলিউড হোক কিংবা টলিউড। জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান এবং ইয়ালিনি। টলিউড অভিনেত্রী শুভশ্রী (Subhashree Ganguly) প্রায়ই দুই সন্তানের মজার ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি তেমনই একটি ভাই-বোনের মিষ্টি মুহূর্তের ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী কোলে করে ইয়ালিনিকে (Yalini Chakraborty) বসিয়ে রেখেছেন। আর বাবা-মেয়ে ব্যালকনির বাইরে থেকে কিছু দেখছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ইউভানের স্কুল বাস এসে দাঁড়িয়েছে। সেটা দেখে ইয়ালিনি ‘দাদা-দাদা’ বলে ডাকতে শুরু করে। মিষ্টি এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভশ্রী (Subhashree Ganguly) লিখেছেন, “দাদা দাদা আই অ্যাম ওয়েটিং ফর ইউ” (বাংলায়: ‘দাদা দাদা, আমি তোমার জন্য অপেক্ষা করছি’)। এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় সকলের মনে জায়গা করে নিয়েছে।
View this post on Instagram
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ ও শুভশ্রী। তাদের দাম্পত্য জীবনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে । ২০২০ সালে তাদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। ২০২৩ সালে তারকা দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান ইয়ালিনি। ইয়ালিনির জন্মের পরেই শুভশ্রী জানিয়েছিলেন ইউভান তার ছোট বোনের খেলার সঙ্গী হয়ে উঠেছে। আজকালও তাদের ভিডিও ও ছবি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।
বর্তমানে শুভশ্রী (Subhashree Ganguly) বেশ কিছু প্রকল্পে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তার হাতে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমা। ছবিতে তিনি বিনোদিনী চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও, শুভশ্রীকে দেখা যাবে একটি পিরিয়ড ড্রামাতে। ছবিতে ষোলো শতকের মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ চরিত্রে তাকে দেখা যাবে। এই ছবিটি শুভ্রজিৎ মিত্র পরিচালনা করছেন। এটি ‘ক্যুইনস অব বেঙ্গল’ ট্রিলজির দ্বিতীয় ছবি হবে।