এর আগেও মেয়ে ইয়ালিনীর ছবি সোশাল মিডিয়াতে অনুরাগীদের জন্য ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তবে কখনও সামনে থেকে মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তিনি। সম্প্রতি মেয়েকে নিয়ে একটি ফটোশুট করছিলেন অভিনেত্রী। সেখানেও মেয়ের ছবি নেওয়া হয় পিছন দিক থেকে। এবার ছেলে ইউভানের জন্মদিনেই সোশাল মিডিয়াতে প্রকাশ্যে আনলেন ইয়ালিনীকে (Yaalini Chakraborty)।
বৃহস্পতিবার ইউভানের জন্মদিনে একটি পোস্ট করেছেন অভিনেত্রী আর সেখানেই দাদার সঙ্গে প্রকাশ্যে আনা হয়েছে ছোট ইয়ালিনীকে। সেই ছবির ক্যাপশনে লিখেছিলেন, “শুভ জন্মদিন দাদা, ইউভান। আমি তোমাকে ভালোবাসি।” পোস্টটি পড়লে মনে হয় যেন দাদাকে তার জন্মদিনে শুভেচ্ছে জানাচ্ছে ছোট্ট বোন। ছবিতে সাদা টপ পরে আছে ইয়ালিনী। তাতে লেখা, “দ্য কিউটেস্ট।” শুভশরীর পোস্ট করা দ্বিতীয় ছবিতে হামাগুড়ি দিতে দেখা যাচ্ছে ইয়ালিনীকে।বোন আগলে হাসি মুখে পোজ দিয়েছে ছোট্ট ইউভান। ছবিতে তাকে দেখা যাচ্ছে টপ এবং জিন্স প্যান্টে।
কোলে এল কন্যা সন্তান, মেয়ের কী নাম রাখলেন দীপিকা রণবীর?
View this post on Instagram
গত বছর নভেম্বর মাসে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) কোলে জন্ম নেয় ইয়ালিনী। এখন তার ১০ মাস বয়স। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জন্মিয়েছিল ইউভান (Yuvaan)। কিছু দিন আগেওমেয়েকে নিয়ে কালো পোশাকে একটি ফটোশুট করেছিলেন শুভশ্রী। মেয়ে ইয়ালিনীও কালোর ওপর ডিসাইন করা একটি পোশাক পরে মায়ের সঙ্গে পোজ দিয়েছিল তবে ইয়ালিনীর মুখ ছিল ক্যামেরার উল্টো দিকে। সেদিন ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছিলেন, “হাই।” এটা পড়ে অনেকেই মনে করেছিলেন যে খুব শীঘ্রই হয়তো মেয়েকে প্রকাশ্যে আনবেন শুভশ্রী।
View this post on Instagram
মাস খানেক আগে ইয়ালিনী এবং ইউভানকে নিয়ে উল্টো রথের দিন পুরীর জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন রাজ ও শুভশ্রী। এটি এমেয়ের প্রথম বিমানযাত্রা বলেও জানিয়েছিলেন তাঁরা। একটি ছবিতে মায়ের কোলে বিমানের জানলার বাইরে তাকিয়ে থাকতে দেখা গিয়েছিল ইয়ালিনীকে । অন্য একটি ছবিতে তার হাত রাখা রয়েছেন জানলার কাঁচে। এছাড়াও গাছ ও ফুল আঁকা একটি নীল ফ্রক পরে পুরীর সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল ইয়ালিনীকে।