Subhashree Ganguly: অফ টাইমে সবার আড়ালে গিয়ে এই গোপন কাজটি করেন শুভশ্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। বাংলা কমার্শিয়াল ছবিতে শুভশ্রীর অবদান দর্শকমহল মনে রেখেছে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

Subhashree Ganguly

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। বাংলা কমার্শিয়াল ছবিতে শুভশ্রীর অবদান দর্শকমহল মনে রেখেছে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আজও তার অভিনয় থেকে শুরু করে তার সৌন্দর্য চর্চার শিখরে থাকে। মিষ্টি শুভশ্রীর জীবনের সিক্রেট জানতেও আগ্রহী অনেকেই। আর এবার জীবনের এমন কিছু গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।

Advertisements

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের বেশ কিছু গোপন কথা ফাঁস করেছেন শুভশ্রী গাঙ্গুলী। ওই সাক্ষাৎকারে অভিনেত্রীকে তিনটি প্রশ্ন করা হয়, যার অকপট উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজে। দর্শকদের অনেকের এই বিষয়ে আগ্রহ থাকে যে ফাঁকা সময়ে তারকারা কি করেন? আর নিজের জীবন নিয়ে এই উত্তর দিলেন শুভশ্রী। তিনি বলেন যে তিনি নাকি ভীষণ ‘ল্যাদখোর’, তাই ফাঁকা সময় পেলেই তিনি সবকিছু থেকে দূরে গিয়ে নিজের সঙ্গে সময় কাটান। এই ফাঁকা সময়ে নাকি তিনি মোবাইল সাইলেন্ট করে রেখে দেন। এই সময়টা শুভশ্রী কাউকেই দিতে চাননা।

এরপর শুভশ্রীর স্বপ্নের গন্তব্য প্রসঙ্গেও কথা বলেন এই সাক্ষাৎকারে। তিনি বলেন যে ঘোরাফেরা যদি বিনামূল্যে সম্ভব হত তাহলে তিনি নাকি পৃথিবীর সমস্ত অজানা জায়গায় যেতেন তিনি।

Advertisements

সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, টাইম মেশিন পেলে শুভশ্রী কোন সময়ে ফিরে যেতে চান? এর উত্তরে অভিনেত্রী বলেন যে তিনি সেই সময়েই ফিরে যেতে চান, যে সময় বাংলা বিনোদন জগতের স্বর্ণযুগ ছিল। এই স্বর্ণযুগ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এটা এমন একটা সময় ছিল যখন আমরা চুটিয়ে কাজ করেছি। একের পর এক ছবি করেছি। গান করেছি। অনেক কিছু করেছি সেই সময়টায়। টাইম মেশিন পেলে ওই সময়ে ফিরে যেতে চাই। ওই সময়ে জীবনটা অনেক ভালো ছিল”।