Subhashree Ganguly: ব্যাচেলর পার্টি থেকে শুরু করে মেহেন্দি, বন্ধুর বিয়ে নিয়ে বেজায় ব্যস্ত রাজপত্নী 

বিয়ের মণ্ডপে শুভশ্রী(Subhashree Ganguly)। না, অভিনেত্রী নিজে বিয়ে করছেন না, বিয়ে হচ্ছে অভিনেত্রীর বান্ধবীর। তাই ইদানিং রয়েছে শুভশ্রী খুশির মুডে। বন্ধুর সাথে ফটো তুলে সোশ্যাল…

Subhashree Ganguly

বিয়ের মণ্ডপে শুভশ্রী(Subhashree Ganguly)। না, অভিনেত্রী নিজে বিয়ে করছেন না, বিয়ে হচ্ছে অভিনেত্রীর বান্ধবীর। তাই ইদানিং রয়েছে শুভশ্রী খুশির মুডে।

বন্ধুর সাথে ফটো তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মেরে ইয়ার কি সাদি হে”। কখনো বন্ধুর সাথে তালে তালে মিলিয়ে করছেন ব্যাচেলর্স পার্টি আবার কখনো অভিনেত্রী ভারতীয় পোশাকে সেজে তৈরি হয়ে উঠেছেন বন্ধুর মেহেন্দির জন্য। বন্ধুর বিয়েতে দুহাতে হিন্দি পড়েছে এবং দুহাতে অভিনেত্রীদের ছেলে ও স্বামীর নাম লিখিয়েছেন।

Advertisements

অভিনেত্রী এই বছরের দূর্গাপুজোর সময় শুভশ্রী ও পরমব্রত অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ যা একটু ভিন্ন ধারার সিনেমা হলেও আর্থিকভাবে সেই অর্থে সফলতা লাভ করতে পারেনি। প্রসঙ্গত বলা যেতে পারে, অভিনেত্রীর আগামী দুটি সিনেমা এখনও মুক্তি পায়নি। অভিনেত্রী ইদানিংকালে যে ফটোগুলি তার বন্ধুর বিয়ে উপলক্ষে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, এই ফটোতে বেশিরভাগ নেটিজেনরাই অভিনেত্রীর বন্ধুকে শুভেচ্ছা না জানিয়ে বড় অভিনেত্রীকে দেখতে কেমন লাগছে তা নিয়ে মন্তব্য করেছে।