Subhashree Ganguly: স্বচ্ছ শিফন শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিলেন রাজ-পত্নী

Subhashree Ganguly did a photoshoot wearing a chiffon saree

বর্তমান যুগের তালে তাল মিলিয়ে চলতে গেলে সোশ্যাল মিডিয়া ছাড়া এক পাও চলা অসম্ভব। দিনে ২৪ টা ঘন্টার মধ্যে মানুষ প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা মানুষ মশগুল হয়ে থাকে নেটদুনিয়ায়। বলিউড- টলিউড-হলিউড হোক কিংবা কোনো নেতা-মন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলেই মজে নেটদুনিয়ায়।

তেমনি বাংলা টলিউড মহলের অন্যতম সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীও(Subhashree Ganguly) এই নেট দুনিয়ার অন্যতম অংশ। শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ এই বছরের দুর্গা পুজোর সময় মুক্তি পেয়েছে। ভিন্ন স্বাদের এই সিনেমাটি পুরোটা না হলেও খানিকটা দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু এই অভিনেত্রী বর্তমানে মেতে রয়েছে ফটোশুটে।

   

রোজ কিছু না কিছু পোশাকে ধরা দিচ্ছে ভক্তদের কাছে। অভিনেত্রীর পরনে রয়েছে ভারতীয় শিফন শাড়ি। ফটো ইনস্টাগ্রামে আপলোড করা মাত্রই ২৪হাজারের উপরে। অভিনেত্রী ফটো আপলোড করে ক্যাপশন দিয়েছে, “গুড ভাইবস অনলি”।

অভিনেত্রী ২০০৬ সালে আনন্দলোক নায়িকার খঞ্জে জয়ের পর, ‘মাতে তা লাভ হেলারে’ নামক ওড়িয়া সিনেমা দিয়ে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে বাংলা চলচ্চিত্র জগতে পিতৃভূমি সিনেমায় অভিনেত্রীকে দেখতে পাওয়া যায়। এরপর একে একে টলিউড মহলে সুপারহিট সিনেমা উপহার দিয়ে এসেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন