Poila Baisakh 2022: আড্ডা, পেটপুজো-জমজমাট শুভ-রাজের পয়লা বৈশাখ

raj-subhashree

পয়লা বৈশাখে, ভুরিভোজ, আড্ডা, হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় পুণ্যার্থীদের ঢল কালীঘাটে। এই তালিকা বাদ পড়েনি তারকাদের জীবন থেকেও।  যেমন শুভশ্রী (subhashree)।

Advertisements

একঘেয়ে দাম্পত্যে বসন্তের হাওয়া

   

ঘোর সংসারী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । তাই আগামী ছবির শ্যুটিং শুরু হয়ে গেলেও, নববর্ষের প্রথম দিনটি বাড়িতেই কাটিয়েছেন পরিবারের সঙ্গে। গাঙ্গুলি পরিবারে নববর্ষ পালন হয়েছে বিরাট আড়ম্বরে। শুভশ্রীর আমন্ত্রণে গত বছরের মতো এ বছরও রাজের দিদি, বোন তাঁদের ছেলেমেয়েদেরআসেন তাঁদের বাড়িতে। দুপুরে সুক্তো, ডাল, ভাজা, তরকারি, মাছ, মাংস, চাটনি, মিষ্টির এলাহি আয়োজন। সন্ধেয় গান-বাজনার বৈঠকী আসর। এদিন শাড়িতে সেজে উঠেছেন ‘পরিণীতা’। সঙ্গে মানানসই গয়না। রাজ ও ইউভান পাঞ্জাবি।

টিজারে জিৎ-এর সঙ্গে জুটিতে বাজি মারল দ্বিতিপ্রিয়া

Advertisements

কখনও শুধু ছেলের সঙ্গে পোজ, কখনও ফ্রেমে রাজও। একগুচ্ছ ছবি পোস্ট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যান্য উৎসবের দিনের মতোই পয়লা বৈশাখেও ছেলে ও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভেচ্ছা জানালেন সকলকে।