Monday, December 8, 2025
HomeEntertainmentStree 2 Trailer: অভিনব চমক নিয়ে আসছে 'স্ত্রী ২', ভয়ের সঙ্গে থাকছে...

Stree 2 Trailer: অভিনব চমক নিয়ে আসছে ‘স্ত্রী ২’, ভয়ের সঙ্গে থাকছে হাসির খোরাকও

- Advertisement -

বৃহস্পতিবার ১৮ জুলাই মুক্তি পেল ‘স্ত্রী ২’ এর ট্রেলার (Stree 2 Trailer)। ট্রেলারের শুরুতেই জানা যায় চান্দেরি থেকে স্ত্রী যাওয়ার পর সেখানে শুরু হয়েছে স্কন্ধকাটার (Sarkate) আতঙ্ক। রুদ্র জানান যে চান্দেরি পূরণের মতে স্ত্রী শহর থেকে গেলেই আসবেন স্কন্ধকাটা কারণ, স্ত্রীকে ‘স্ত্রী’ বানানোর পেছনের রয়েছে স্কন্ধকাতরাই হাত। এরপরেই স্কন্ধকাটার কবলে পড়েন এক মহিলা। আগের ছবিতে স্ত্রীয়ের শিকার হয়েছিলেন শহরের পুরুষরা। এবার স্কন্ধকাটার শিকার হচ্ছেন মেয়েরা।

এরপরই চান্দেরি স্কন্ধকাটার হাত থেকে চান্দেরীকে বাঁচাতে আসেন শ্রদ্ধা (Shraddha Kapoor)। ট্রেলারের ফাঁকে দেখা যায় ‘মিলেগি মিলেগি’ গানের দৃশ্য। শ্রদ্ধাকে রাজকুমার রাও (Rajkummar Rao) অভিনীত ভিকিকে জানান যে স্কন্ধকাটা ভূতটি এসে মেয়েদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এর পরে চান্দেরীর পুরুষদের বশ করে স্কন্ধকাটা। মহাপুজোর শেষ দিন স্কন্ধকাটাকে হারাতে উদ্যত হন বিট্টু, ভিকি ও জনা ।

   

Shraddha and Sarkate

ট্রেলারে বেশ কয়েকটি মজার সংলাপ রয়েছে যেমন রুদ্র ভাইয়ার মন্তব্য যে স্কন্ধকাটা একজন ইনফ্লুয়েন্সার যিনি নিজের ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছেন। আরেকটি মজার সংলাপ হলো আমির খান যদি অমিতাভ দাঁড়ান তাহলে যে উচ্চতা হবে সেটাও স্কন্ধকাটার কোমরের উচ্চতা। আগের ছবিতে স্ত্রীয়ের থেকে কেটে নেওয়া বিনুনির সাহায্যে স্কন্ধকাটাকে হারানোর চেষ্টা করেন শ্রদ্ধা (Shraddha Kapoor)। ট্রেলারের একটি দৃশ্যে মুখোমুখি হন শ্রদ্ধা ও স্কন্ধকাটা। ট্রেলারের শেষ দৃশ্যে স্কন্ধকাটা কে হারাতে স্ত্রীকে ডেকে আনেন ভিকি।

২০১৮ সালের সবচেয়ে বড় বক্স অফিস হিটগুলির মধ্যে একটি ছিল ‘স্ত্রী’ যাতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। ছবির শেষে শ্রদ্ধা স্ত্রীয়ের থেকে কেটে নেওয়া বিনুনিটি তাঁর নিজের চুলে আটকে নেন। স্ত্রী নামের এই অশুভ আত্মা উৎসবের মরসুমে রাতে পুরুষদের অপহরণ করে চান্দেরিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Maddock Films (@maddockfilms)

স্ত্রীয়ের গল্প কর্ণাটকের শহুরে কিংবদন্তি ‘নালে বা’ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই লোককথায় বলা হয়েছিল যে রাতে পুরুষরা থাকলে, তাঁদের একা একটি ডাইনি অপহরণ করে নিয়ে যায় এবং এই সময় তাদের পোশাক ছেড়ে রেখে যায়।

স্ত্রী প্রিয়াঙ্কার জন্মদিনে বিশেষ উপহার নিকের, পোস্টে লিখলেন…

অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ‘স্ত্রী ২’-এ জনা চরিত্রে পুনরায় অভিনয় করেছেন, বলেছেন যে তিনি পর্দায় চরিত্রটিকে ফিরিয়ে আনতে উচ্ছ্বসিত। তাঁর কথায় “আমি ‘স্ত্রী ২’-এ ‘জানা’ চরিত্রে ইন্ডাস্ট্রির কিছু সেরা প্রতিভাদের সঙ্গে পুনরায় অভিনয় করতে পেরে গর্বিত । এই চরিত্রটির দর্শকদের সঙ্গে একটি বিশেষ বন্ধন রয়েছে এবং আমি আবারও আমার সেরাটা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি যে ভালবাসা পেয়েছি বিশেষ করে বাচ্চাদের কাছ থেকে, তাঁর জন্য আমি আপ্লুত। “

দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস দ্বারা প্রযোজিত ‘স্ট্রী ২’, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সিনেমা হলে মুক্তি পাবে৷ একই দিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘খেল খেল মেইন ‘।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular