আতঙ্কে চান্দেরি, স্বাধীনতা দিবসের দিনই ফিরছেন স্ত্রী

‘পুষ্পা ২’ (Pushpa 2) পিছিয়ে যাওয়ায় স্বাধীনতা দিবসের দিন মুক্তির সিদ্ধান্ত নিলেন বহু ছবির নির্মাতারা। সেই ছবিগুলির মধ্যে অন্যতম ‘স্ত্রী ২’ (Stree 2)। মঙ্গলবার সমাজমধ্যমে…

stree 2

‘পুষ্পা ২’ (Pushpa 2) পিছিয়ে যাওয়ায় স্বাধীনতা দিবসের দিন মুক্তির সিদ্ধান্ত নিলেন বহু ছবির নির্মাতারা। সেই ছবিগুলির মধ্যে অন্যতম ‘স্ত্রী ২’ (Stree 2)। মঙ্গলবার সমাজমধ্যমে মুক্তি দেওয়া হল ‘স্ত্রী ২’ এর টিজার। ইতিমধ্যে সিনেমা হলে ‘মুনজ্যা’ (Munjya) সিনেমার সঙ্গেই দেখানো হচ্ছিল টিজারটিকে। এবার আনুষ্ঠানিক ভাবে তাদের সমাজমাধ্যমে টিজারটি মুক্তি দিল প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস (Maddock Films)।

সোমবার তাদের ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করে ম্যাডক ফিল্মস (Maddock Films) ক্যাপশনে লেখে, “এবার চান্দেরীতে স্বাধীনতা দিবসের দিন (15th August) করবে আতঙ্ক। স্বাধীনিতা দিবসের দিনই ফিরছেন স্ত্রী । ‘স্ত্রী ২’ এর টিজারে দেখা গেছে রাজকুমার রাও (Rajkumar Rao), অপরশক্তি খুরানা (Aparshakti Khurana), অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) এবং পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)।

   

টিজারের শুরুতে দেখা যায় স্ত্রীয়ের মূর্তিতে পুজো করছে চান্দেরি বাসীরা। কিন্তু এর মাঝেই ফেরে স্ত্রীয়ের আতঙ্ক। একজোট হয়ে তাকে আটকাতে নেমে পড়ে গ্রামবাসীরা। গ্রামে ফিরে আসেন শ্রদ্ধা কাপুরের চরিত্রটি। এই টিজারে দেখা গেছে অভিনেতা রাজকুমার রাও অভিনীত ভিকি চরিত্র এবং শ্রদ্ধার অভিনীত চরিত্রের মধ্যে কিছু রোমান্টিক দৃশ্যও দেখানো হয়েছে টিজারে। এছাড়া একটি গানের ঝলকও দেখানো হয়েছে যেখানে দেখা যাবে তমন্না ভাটিয়াকে (Tamannah Bhatia)। স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। টিজারটির শেষ দৃশ্যে দেখা যায় রাজকুমার রাওকে একটি অন্ধকার গলিতে দাঁড়িয়ে থাকতে। ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে ফেরেন তিনি। এর পর তাকে আক্রমণ করেন স্ত্রী।

এই চলচ্চিত্রটি ২০১৮ সালের ‘স্ত্রী’ (Stree 2) সিনেমার সিকোয়েল। দুটি ছবিই পরিচালনা করছেন অমর কৌশিক। এই ছবির গল্প লিখেছেন নীরেন ভট্ট, যিনি ‘স্ত্রী’ এর কাহিনীর দায়িত্বেও ছিলেন। এই ছবির সহ প্রযোজনা করছেন দীনেশ ভিজান এবং জিও ষ্টুডিও। ২০১৮ সালে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল স্ত্রী। ১০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছিল ছবিটি। ১৫ই অগাস্ট অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মেইন’ এবং জন এব্রাহাম অভিনীত ‘ভেদা’ এর সঙ্গে মুক্তি পাচ্ছে ‘স্ত্রী ২’।