দুদিনেই ১০০ কোটি পার, সাকসেস পার্টিতে মজলেন ‘স্ত্রী ২’ এর কলাকুশলীরা

শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ (Stree 2) বৃহস্পতিবার মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকারর ওপর ব্যবসা করে। ছবিটির মুক্তির দিন অর্থাৎ স্বাধীনতা…

শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ (Stree 2) বৃহস্পতিবার মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকারর ওপর ব্যবসা করে। ছবিটির মুক্তির দিন অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনেই এতো ভালো ব্যবসা করার কারণে ছবির অভিনেতারা শ্রদ্ধা, বরুণ ধাওয়ান, পরিচালক অমর কৌশিক, প্রযোজক দীনেশ ভিজান এবং তাঁর স্ত্রী, রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা, কৃতি স্যানন, এবং অভিনেতা অভিষেক ব্যানার্জি একটি রেস্তোরাঁয় সিনেমাটির সাফল্য উদযাপন করলেন।

ছবির সাফল্য উদযাপন করতে একসঙ্গে আসেন শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। শ্রদ্ধার নতুনল্যাম্বরগিনি গাড়িতে পার্টিতে আসতে দেখা যায় শ্রদ্ধা ও বরুণকে। পার্টিতে ডেনিম প্যান্টের সঙ্গে একটি লাল টপ পরেছিলেন অভিনেত্রী। ডেনিম প্যান্টের সাথে একটি নীল শার্টে দেখা যায় বরুণকে। কৃতি স্যাননকে বেইজ রঙের নুডলে স্ট্র্যাপ ড্রেস পরে আসতে দেখা যায়। রাজকুমার রাও একটি নীল রঙের শার্ট পরে এসেছিলেন এবং তাঁর স্ত্রী পত্রলেখা একটি কালো পোশাক পরে এসেছিলেন।

   

Shraddha Kapoor, Varun Dhawan, Abhishek Banerjee, Kriti Sanon, Rajkummar Rao and Patralekha at 'Stree 2' Success Party

প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস এর তরফে জানানো হয়েছে যে মুক্তির দিনেই এই ছবিটির গ্রস আয় ছিল ৭৬.৫ কোটি টাকা। শনিবার প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস সূত্রে খবর যে দুদিনে ছবিটির মোট গ্রস যায় ১১৮ কোটি টাকা। বলিউডের একটি সংবাদ সংস্থা সূত্রে খবর এই রেটে চলতে থাকলে বিটি সোমবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে ঢুকে পর্বে। ছবিটিকে ইতিমধ্যেই ‘ব্লকবাস্টার’ আখ্যা দিয়েছে ওই সংবাদসংস্থা।

আরজি কর কাণ্ডে বিচার চেয়ে রবিবার পথে নামছে টলিউড!

তাদের টুইটার পোস্টে ম্যাডক ফিল্মস শনিবার লিখেছে, “আপনাদের ভালোবাসায় অপ্রতিরোধ্য স্ত্রী ২। দ্বিতীয় দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল আমাদের ছবি। অনেক ধন্যবাদ আপনাদের দর্শককে।”

‘স্ত্রী ২’ চলচ্চিত্রটি ২০১৮ সালের ‘স্ত্রী’ (Stree 2) সিনেমার সিকোয়েল। দুটি ছবিই পরিচালনা করছেন অমর কৌশিক। এই ছবির গল্প লিখেছেন নীরেন ভট্ট, যিনি ‘স্ত্রী’ এর কাহিনীর দায়িত্বেও ছিলেন। এই ছবির সহ প্রযোজনা করছেন দীনেশ ভিজান এবং জিও ষ্টুডিও। ২০১৮ সালে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল স্ত্রী। ১০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছিল ছবিটি।