বক্স অফিসে ‘অ্যানিম্যাল’কে টেক্কা দিয়ে পঞ্চম বৃহত্তম উপার্জনকারী ছবি ‘স্ত্রী ২’

রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত হরর-কমেডি ‘স্ট্রী ২’ (Stree 2) বক্স অফিসে তার বিজয়রথ অব্যাহত রেখেছে। রণবীর কাপুর এবং ববি দেওল অভিনীত ‘অ্যানিমাল’ কে বক্স অফিসে পিছনে ফেলে, সিনেমাটি ডোমেস্টিক বক্স অফিসে প্রায় ৫১০ কোটি আয় করেছে এবং শুধুমাত্র তার হিন্দি সংস্করণ থেকে ৫০৫ কোটি টাকা আয় করেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘অ্যানিমাল’। ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পায় ‘স্ত্রী ২’। 

‘স্ত্রী ২’ -এর ডোমেস্টিক বক্স অফিসের ব্যবসার অঙ্ক শেয়ার করে, বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ লিখেছেন, “স্ত্রী ২ এখনও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। মুক্তির পর তার তৃতীয় সোমবারে, ছবিটি মাস সার্কিটে, বিশেষ করে নন ন্যাশনাল চেনে এবং টাইয়ার ২ ও টাইয়ার ৩ কেন্দ্রে খুব ভালো ব্যবসা করেছে। এইভাবে চলতে থাকলে, দসেরা পর্যন্ত চলতে পারে ছবিটি। ছবিটি শুক্রবারে আয় করেছে ৯.২৫ কোটি টাকা, শনিবার ১৭.৪০ কোটি টাকা, এবং রবিবার ২২.১০ কোটি টাকা। তার পরের সোমবার ছবিটির আয় ছিল ৭.০৫ কোটি টাকা যাতে মত আয় গিয়ে দাঁড়াচ্ছে ৫০৯.৪০ কোটি টাকা।”

   

সিরিজ নিয়ে তুমুল বিতর্ক, অবশেষে বদল আনার সিদ্ধান্ত ‘আইসি ৮১৪’ এর নির্মাতাদের

এর সঙ্গে সঙ্গে, ‘স্ত্রী ২’ সর্বকালের পঞ্চম বৃহত্তম “হিন্দি” ছবিতে পরিণত হয়েছে। ছবিটির ২০ দিন পূরণ হওয়ার মধ্যেই ছবিটি ‘বাহুবলি ২দ্য কনক্লুশন’ কে টেক্কা দিয়ে চতুর্থ বৃহত্তম উপার্জনকারী হয়ে উঠবে এবং তৃতীয় সপ্তাহের শেষে, ‘পাঠান’ এবং ‘গদর ২’ কেও টেক্কা দিতে পারে।

সর্বেশে ‘স্ত্রী ২’ প্রতিদ্বন্দ্বিতা করবে জওয়ানের হিন্দি সংস্করণের সঙ্গে। ‘স্ট্রী ২’ অক্টোবরে দশেরা পর্যন্ত অনায়াসেই প্রেক্ষাগৃহে চলতে পারে বলে মনে করছেন অনেকেই। হিন্দি ফিল্মের সর্বভারতীয় বক্স অফিসের ক্ষেত্রে, ‘স্ত্রী ২’ বর্তমানে পঞ্চম বৃহত্তম আয়কারী ছবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন