গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) ভারতের অন্যতম শুভ হিন্দু উৎসব, এবং এটি বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামেও পরিচিত। এই উৎসব ভারতে ব্যাপকভাবে পালন করা হয় এবং এই উৎসব ভগবান গণেশের জন্মকে চিহ্নিত করে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান গণেশ সমস্ত বাধা দূর করেন এবং যে কোনও নতুন ক্রিয়াকলাপের শুরুতে পূজা করা হয়, যেমন একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ, প্রচেষ্টা বা বুদ্ধিবৃত্তিক সাধনা। শুক্রবার, ৬ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। উৎসবে মাতলেন টলিউড ও বলিউডের শিল্পীরা।
ভগবান আমাদের সবাইকে সৎবুদ্ধি দিক।#ganapatibappamorya 🙏🏻 pic.twitter.com/IXSMZXqUy2
— Dev (@idevadhikari) September 7, 2024
নিজের বাড়িতে গণপতি বন্দনায় মাতলেন টলিউড সুপারস্টার ও ঘাটালের সাংসদ দেব (Dev)। দেবের বাড়িতে গণেশ ঠাকুরকে সাজানো হয়েছিল গাঁদা ফুলের মালায়। তাঁর চারদিকে সাজানো হয়েছিল নানান ফুল ও গাছ দিয়ে। নিজের বাড়ির পুজো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব লিখেছিলেন,”ভগবান আমাদের সবাইকে সৎবুদ্ধি দিক। গণপতি বাপ্পা মৌরিয়া।” নিজের বাড়িতে ঘরোয়াভাবে গণপতি পুজো করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। গণেশের গলায় তাঁরা পড়িয়েছিলেন হলুদ ফুলের মালা। নানান ফলের নিবেদন দেওয়া হয়েছিলেন বাড়ির গণেশকে।
মুক্তি পেল ‘টেক্কা’র নতুন পোস্টার, শেষ মুহূর্তে খেলা ঘোরাবেন কে?
View this post on Instagram
তাঁর ইনস্টাগ্রামে তাঁর পরিবারের সঙ্গে একগুচ্ছ গণেশ বন্দনার ছবি শেয়ার করেন অনন্যা পাণ্ডে বিশেষ করে যখন তাঁরা গণপতি মূর্তি বাড়িতে নিয়ে আসছিলেন ন। অনন্যাকে চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের সঙ্গে দেখা যায় ছবিতে । সবাই ছবিতে হাত কর করে হাসি মুখে পোজ দেন। ক্যাপশনে অনন্যা লিখেছেন, “বাড়িতে স্বাগতম বাপ্পা।”
View this post on Instagram
কার্তিক আরিয়ান শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাউগচা রাজাকে দেখতে গিয়েছিলেন। তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি জোড়া ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেবতার সামনে আশীর্বাদ চাইতে দেখা গেছে। পোস্টার ক্যাপশনে তিনি লেখেন,”তিনি ফিরে এসেছেন… এবং তাই আমি তাঁর আশীর্বাদের জন্য এখানে এসেছি। মোদক পার্টি শুরু !!! গণপতি বাপ্পা মৌরিয়া।”
View this post on Instagram
অঙ্কিতা লোখান্ডে তাঁর বাড়ির জন্য একটি গণপতি দেবতা নির্বাচন করতে বেশ কয়েকটি মুম্বাই প্যান্ডেল পরিদর্শন করেন । তাঁর পোস্ট করা ছবিতে তাঁকে একটি প্রতিমা বহন করতে এবং ভক্তদের কাছে তাঁর শুভেচ্ছা জানাতে দেখা যায় । তিনি আরতি করার একটি ভিডিও শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রামে।
View this post on Instagram
‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন তাঁর বাসভবনে গণেশ চতুর্থী উদযাপনে কিছু মুহূর্ত তাঁর সোশাল মিডিয়াতে শেয়ার করেছে। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিগুলির মাধ্যমে অনুরাগীদের আল্লু দেখিয়েছেন কীভাবে তাঁর মেয়ে দেবতাকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটি সাজাতে ব্যস্ত ছিল। সামান্থা রুথ প্রভুও তাঁর গণেশ চতুর্থী উদযাপনের একগুচ্ছ ছবি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
View this post on Instagram
শর্বরী একটি বেগুনি কাঞ্জিভরম শাড়িতে গণেশ চতুর্থীর জন্য সেজেছিলেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন: “গণপতি বাপ্পা মৌরিয়া। বছরের সবচেয়ে জাদুময় সময় এবং আমার প্রিয় উৎসব এসে গেছে! এই বছর যে শাড়িটি আমি পরেছি সেটি ৩৫ বছর পুরোনো একটি কাঞ্জিভরম শাড়ি যেটি বংশপরম্পরায় আমার ঠাকুমা আমার মেক দিয়েছিলেন এবং মা আমাকে। এই বছরের জন্য আমি খুব কৃতজ্ঞ.. শুভ গণেশ চতুর্থী।”