Tollywood Update: মাত্র ৫ মাসে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল

star jalsha khukumani

নববর্ষের শুরুটাই হল বিস্বাদের। বাংলা টেলিভিশনের ইতিহাসে সম্ভবত এই প্রথম মাত্র ৫ মাসের মধ্যে বন্ধ হতে চলেছে বাংলার জনপ্রিয় কোনো ধারাবাহিক। আসলে কোনও ধারাবাহিক শুরু হলে যেমনে ভালো লাগে, তেমনি সিরিয়াল শেষ হলে কিন্তু মনটা বেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। তাই বলে এত কম সময়ে যদি শেষ হয় তাহলে তো আরোও কষ্ট লাগে। বন্ধ হতে চলেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)। টেলিপাড়া সূত্রে খবর আচমকাই খুকুমণি পরিবারের মাথায় বাজ পড়ার মতো এসে পড়েছে সিরিয়াল বন্ধের মৌখিক নোটিশ। কিন্তু কেন? (Tollywood Update )

Advertisements

রহস্য দানা বাঁধল ওম-শ্রাবন্তী সম্পর্কের

star jalsha khukumani

Advertisements

নতুন বছরের শুরুতেই এমন খবর চাউর হতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। সিরায়ালের অভিনেতা,অভিনেত্রী থেকে শুরু করে অনান্য কলাকুশলী হতভম্ব গোটা টিম। বিশ্বাস করতে পারছেন না দর্শকরাও। ২০২১ সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল খুকুমণি হোম ডেলিভারি। তাহলে মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। যদিও শুরুর পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সিরিয়াল।  ( Tollywood Update) শুরু হওয়ার পর থেকেই টিআরপি খুব ভালোই ছিল। এই জনপ্রিয় ধারাবাহিকের বিহানের সরলতা, খুকুমনির সুপারহিট সংলাপের জেরে এই ধারাবাহিক কিন্তু ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছিল। বাংলা সিরিয়াল কিন্তু হিন্দিতে রিমেক হয়েছে। গত সপ্তাহের টিআরপিতে এই ধারাবাহিক কিন্তু অনেকেই পেছনে পড়ে গিয়েছিল। তাহলে অনুগামীদের প্রশ্ন তাহলে কি টিআরপি খারাপ হওয়ার জন্য সিরিয়াল বন্ধ হতে চলেছে?