রেকর্ড ব্রেকিং ভিড়, পুষ্পা ২-এর স্ক্রিনিং-এ পদপিষ্ট হয়ে মৃত মহিলা, জখম ছেলে

হায়দরাবাদ: থিয়েটারে চলে এসেছে পুষ্পা-২৷  আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ প্রথম দিনের স্ক্রিনিং-এ উপচে পড়ে ভিড়৷ হাউজফুল…

stampede at Pushpa-2 premiere

হায়দরাবাদ: থিয়েটারে চলে এসেছে পুষ্পা-২৷  আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ প্রথম দিনের স্ক্রিনিং-এ উপচে পড়ে ভিড়৷ হাউজফুল সিনেমা হল৷ সেই উন্মাদনার জেরেই বুধবার সন্ধ্যায় ঘটে গেল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩৫ বছরের এক মহিলার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর ৯ বছরের ছেলে। ঘটনাটি হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে। (stampede at Pushpa-2 premiere)

pushpa2
pushpa2

আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি  

 

   

এদিন আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়৷ থিয়েটারের বাইরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা৷ সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদকে নিয়ে স্ক্রীনিংয়ের জন্য হায়দরাবাদের ওই থিয়েটারে এসেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ভিড়ের চাপে থিয়েটারের প্রধান দরজা ভেঙে গিয়েছে৷ ভিড় নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা সত্ত্বেও, ধাক্কাধাক্কির চোটে মাটিতে পড়ে যান ওই মহিলা ও তাঁর ছেলে৷ সেই সময়অ পদপিষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই মহিলার ছেলেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যেখানেই চিকিৎসা চলছে তার৷ 

পুষ্পার সিকুয়াল পুষ্পা-২

২০২১ সালের ব্লকবাস্টার মুভি পুষ্পার সিকুয়াল পুষ্পা-২। দেশজুড়ে ভিন্ন ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এই ছবির থ্রিডি সংস্করণের পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়৷ 

allu arjun
allu arjun

 

 Entertainment: Pushpa-2 starring Allu Arjun and Rashmika Mandanna premieres with immense fan excitement. A stampede during the first screening at Sandhya Theatre, Hyderabad, led to the tragic death of a 35-year-old woman and critically injured her 9-year-old son.