২০২৩ সালে ৩টে ছবি মুক্তির আগে চূড়ান্ত পরিশ্রম করছেন কিং খান। ছবির শুটিং-এর মাঝেই দুর্ঘটনার কবলে পড়লেন শাহরুখ খান। লস অ্যঞ্জেলিসে ছবির শুটিং করার সময় চোট পান বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan।
আমেরিকায় কাজের সূত্রে গিয়েছিলেন বলিউড বাদশাহ। জানা গিয়েছে, শুটিং চলাকালীন চোট পান SRK। তাঁর নাকে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁর নাক থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করে।
এরপর শাহরুখকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর নাকের একটি মাইনর বা ছোট অস্ত্রপচার হয়। নাকে ব্যান্ডেজ পড়ে ঘুরতে দেখা গিয়েছে কিং খানকে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, অস্ত্রপচারের পর শাহরুখ খান মুম্বইতে ফিরে এসেছেন। বিশ্রামে আছেন তিনি এবং সুস্থ হচ্ছেন।
ETimes-এর প্রতিবেদনে এক সৌর্সকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, “SRK লস অ্যঞ্জেলিসে একটা প্রজেক্টের জন্য শুটিং করছিলেন। তিনি তাঁর নাকে চোট পান। শুরু হয় রক্তক্ষরণ আন্দ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।“
তিনি আরও বলেন, “চিকিৎসকরা শাহরুখের টিমকে বলেন যে চিন্তার কোন কারণ নেই এবং তাঁর একটি ছোট অস্ত্রপচারের প্রয়োজন রক্তক্ষরণ কমানোর জন্য। অপারেশনের পরেই শাহরুখকে নাকে ব্যান্ডেজ নিয়ে দেখা যায়। শাহরুখ খান এখন দেশে ফিরে এসেছেন।“
কিছু মাস আগে মুক্তি পায় শাহরুখের পাঠান(Pathaan)। বড় সাড়া ফেলে বক্স অফিসে পাঠান। এরপর শাহরুখ খানকে দেখা যাবে ‘জওয়ান’ (Jawan) এবং ‘ডুনকী’ (Dunki)-তে।


