Tollywood: গভীর হচ্ছে মধুমিতার সঙ্গে ঋষভের সম্পর্ক

পুরনো সম্পর্কের বাঁধন আলগা করে গভীর হচ্ছে মধুমিতা ঋষভের ভালবাসা। তবে পুরো খবরটা না পরে কোনও মন্তব্য করবে না প্লিজ। এখানে কথা হচ্ছে হইচই ওয়েব…

srikanto-2-is-coming-soon

পুরনো সম্পর্কের বাঁধন আলগা করে গভীর হচ্ছে মধুমিতা ঋষভের ভালবাসা। তবে পুরো খবরটা না পরে কোনও মন্তব্য করবে না প্লিজ। এখানে কথা হচ্ছে হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ ‘শ্রীকান্ত’ সিক্যুয়েলের। ঋষভ-সোহিনীর ও মধুমিতার রসায়ন হইহই ফেলে দিয়েছিল। তারই সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট।

চিত্রনাট্যের প্রাথমিক খসড়া অনুযায়ী, সিক্যুয়েলে শ্রীকান্তের জীবনে রাজলক্ষ্মী অনেকটাই আবছা। গাঢ় হবে অভয়ার প্রতি তার আকর্ষণ। এই ‘অভয়া’ই মধুমিতা সরকার। প্রথম পর্বেই রাজলক্ষ্মীর পাশাপাশি অভয়াকে দেখেছেন দর্শক। সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শ্যুট শুরু হতে পারে সিরিজের। পরিচালনায় সানি ঘোষ রায়। অভিনয়ের খাতিরেই ফের মুখোমুখি সোহিনী-ঋষভ-মধুমিতা!

Advertisements

নতুন পর্বের শেষে নাকি দর্শকদের সামনে আসবে কমললতা! এই ভূমিকায় কে অভিনয় করবেন? টলিউড বলছে, সেটা এখনও ঠিক হয়নি। এ বারেও কলকাতার পাশাপাশি শ্যুট হবে উন্মুক্ত প্রকৃতির কোলে।