Srijit Mukhopadhyay: মিথিলার সঙ্গে ডিভোর্সের জল্পনায় কী বললেন সৃজিত

Srijit Mukhopadhyay with Mithila

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নাকি ঘর ভাঙছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukhopadhyay) এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টলিউডের অন্দরে । জল্পনার মাঝেই মুখ খুললেন সৃজিত।

Advertisements

এর আগেও সৃজিত-মিথিলার বিবাহ বিচ্ছেদের খবর শোনা গেছিল। সেসব জল্পনা উড়িয়ে চার বছরের সংসার করছেন তারকা দম্পতি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও কাজ করে চলেছেন সৃজিত। কাজের সূত্রেই মিথিলাকে অনেকটা সময় কাটাতে হয় বাংলাদেশে।

সৃজিত মুখোপাধ্যায় আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। পরিচালক জানান, মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোনওরকম ভিত্তি নেই। আপাতত মধ্যপ্রদেশে শুটিংয়ে ব্যস্ত। তাই এসবে মাথা ঘামাতে নারাজ সৃজিত।

Advertisements

রবিবার বিকেলে সেখান থেকে ছবি দিয়ে পরিচালক হ্যাশট্যাগে ‘নিজের শর্তে..’ কথাটি ব্যবহার করেছেন। ক্যাপশনে লেখা- ‘টাইম ট্রাভেল শুরু।’
অন্যদিকে, বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছেও সম্পর্কের ভাঙনের জল্পনা নিয়ে স্বামীর মতোই প্রতিক্রিয়া দিয়েছেন মিথিলা। তাঁর কথায়, এসব গুঞ্জন ভিত্তিহীন।