HomeEntertainmentপদাতিক ছবির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন, সেই পোস্ট শেয়ার করে কি লিখলেন...

পদাতিক ছবির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন, সেই পোস্ট শেয়ার করে কি লিখলেন সৃজিত?

- Advertisement -

চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত পদাতিক (Padatik)। বাংলার চলচ্চিত্র দুনিয়ার কালজয়ী পরিচালকদের অন্যতম, চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছবি তৈরি করেছিল সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji)। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের মন জয় করেছিল মৃণাল সেনের এই বায়োপিক । তবে ‘পদাতিক’ ছবি বক্স-অফিসে খুব একটা সাফল্য পায়নি পদাতিক। এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন (Kabir Suman)।

কবীর সুমন (Kabir Suman) এদিন তার সমাজ মাধ্যমে লেখেন, ‘সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটি দেখুন, দেখো সকলে। সময়ের দিব্যি সৃজিত নির্মিত মৃণাল সেনের বায়োপিক দেখুন, দেখো সকলে। গতকাল দক্ষিণ কলকাতার রাধা ফিল্ম থিয়েটারে রাকার হাত ধরে দেখে এলাম। লাঠি ছাড়া চলি না। রাকা বললেন – আমি আছি তো, লাঠি কেন। সৃজিতের পদাতিক দেখতে দেখতে কান্না চাপতে হয়েছে কয়েক বার। পাশেই রাকা। ওর গন্ধ আমার চেনা। ছবিটা দেখতে দেখতে ক্রমশ রাকার শরীর থেকে পদাতিকের গন্ধ পেতে শুরু করলাম।’

   

তিনি আরও লেখেন, ‘রাকার হাত ধরে রাধা থেকে বেরিয়েই বুঝলাম সৃজিতের ছবিটা আমায় একটু পালটে দিয়েছে। আগের আমিটা নেই। অল্প একটু পাল্টে যান, যাও। সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক দেখুন, দেখো সকলে।’

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এদিন তার সমাজ মাধ্যমে কবীর সুমনের লেখা পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘কোনও পরিচালকের বদলে কবীর সুমনের অ্যালবাম তোমাকে চাই আমায় অনুপ্রেরণা জুগিয়েছিল আমার কাজ ছাড়তে। আমার স্বপ্নকে ধাওয়া করে আমার নিজের শর্তে সিনেমা বানাতে। জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল আজ।’ প্রসঙ্গত এর আগে সৃজিত মুখোপাধ্যায় তার সমাজ মাধ্যমে পদাতিক ছবির ৫০ পূর্ণ হওয়ার উপলক্ষ্যে তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন।

উল্লেখ্য, আগমী ৮ অক্টোবর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যয় (Srijit Mukherji) পরিচালিত ‘টেক্কা’। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে, দেব, রুক্মিনী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় ব্যস্ত রয়েছেন ‘টেক্কা’ ছবির প্রচার নিয়ে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular