“কিলবিল সোসাইটি” হাত ধরে নতুন ইতিহাস তৈরির পথে সৃজিত

২০০৭ সালে মুক্তি পাওয়া “হেমলক সোসাইটি” ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৩ বছর পর অপেক্ষার অবসান ঘটিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় আসছে…

srijit-mukherji-kilbil-society-update-rupam-islam-sidhu-playback

২০০৭ সালে মুক্তি পাওয়া “হেমলক সোসাইটি” ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৩ বছর পর অপেক্ষার অবসান ঘটিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় আসছে সেই ছবির সিক্যুয়েল, “কিলবিল সোসাইটি” (Kilbil Society) । ইতিমধ্যেই ছবির ঘোষণা হয়ে গেছে এবং প্রকাশ্যে এসেছে পোস্টার। তবে সবচেয়ে বড় চমক হল সৃজিত মুখোপাধ্যায়ের একটি পোস্টে। তিনি জানালেন, “ইতিহাস তৈরি হতে চলল…”।

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) তার সোশ্যাল মিডিয়াতে পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তিনি রূপম ইসলাম এবং সিধুর সঙ্গে একফ্রেমে দেখা গেছেন। সৃজিত লেখেন, “এই প্রথমবার রূপম এবং সিধু ডুয়েট রেকর্ড করল,” যা সবার নজর কেড়েছে। এই পোস্টের সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, #কিলবিলসোসাইটি, যা দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। 

   

এই ছবির জন্য দর্শকদের মধ্যে ইতিমধ্যেই বেশ ভালোবাসা ও উৎসাহ তৈরি হয়েছে। একজন দর্শক মজা করে লেখেন, “এই মানুষটা দরকারে ইউক্রেন আর রাশিয়াকেও এক ছাদের তলায় নিয়ে আসতে পারেন।” আরেকজন লেখেন, “এই ছবির জন্য আর তর সইছে না।”

“কিলবিল সোসাইটি” (Kilbil Society) -এর পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়ের । আগের ছবির মতোই, পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিতেও অভিনয় করবেন। তবে এক বড় পরিবর্তন হলো, কোয়েল মল্লিক এবার মুখ্য মহিলা চরিত্রে থাকছেন না। তার জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বহুরূপী খ্যাত কৌশানি মুখোপাধ্যায়। এছাড়া ছবিতে দেখা যাবে বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরো অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।

ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে SVF, যারা সবসময়ই বাংলা সিনেমার জন্য মানসম্পন্ন কাজ উপস্থাপন করে থাকে।

কিলবিল সোসাইটির (Kilbil Society) পোস্টার প্রকাশ্যে আসার দিনটি ছিল ২ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন, রবিবার। পোস্টারে একটি বন্দুক দেখা যায়, যার থেকে গুলি বেরিয়ে লেখা ছিল “শ্যুটিং শুরু হচ্ছে শীঘ্রই”। সেই সঙ্গে হেমলক সোসাইটির জনপ্রিয় গান “জল ফড়িং” ও “এখন অনেক রাত” শোনা যায়, এবং ছবির হিট সংলাপ “মরবে মরো ছড়িও না”ও উল্লেখ করা হয়। পোস্টারে লেখা ছিল “কিলবিল সোসাইটি, আমাদের কোনও শাখা নেই।”

এই বছরের মধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) আরো একাধিক কাজ মুক্তি পাবে। কিছুদিন আগে মুক্তি পায় তার পরিচালিত “সত্যি বলে সত্যি কিছু নেই”। এছাড়া “উইঙ্কেল টুইঙ্কেল” ছবির শুটিংও শেষ হয়েছে।