Mrinal sen:মৃণাল সেনের জন্মদিনে ‘পদাতিক’!চঞ্চল চৌধুরী যেন অবিকল মৃণাল

মৃণাল সেনের জন্মদিনে প্রকাশিত হলো পদাতিক সিনেমার ট্রেলর। চঞ্চল চৌধুরী যেন অবিকল মৃণাল। এই সিনেমা যেদিন থেকে তৈরি হওয়ার খবর রটেছিল সেদিন থেকে দর্শকেরা এই…

mrinal sen

মৃণাল সেনের জন্মদিনে প্রকাশিত হলো পদাতিক সিনেমার ট্রেলর। চঞ্চল চৌধুরী যেন অবিকল মৃণাল। এই সিনেমা যেদিন থেকে তৈরি হওয়ার খবর রটেছিল সেদিন থেকে দর্শকেরা এই সিনেমার কিছু অংশ দেখার জন্য মুখিয়ে ছিল। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।

এই ছবি প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরীর জানিয়ে ছিলেন , ”মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়।” শুধু তাই নয়, তাঁর কথায় তিনি সৃজিত মুখোপাধ্যায় সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। সৃজিতের সঙ্গে কাজ করাটাও একটা বড় বিষয়। তিন আরও জানান যে চঞ্চল আরও জানালেন, ”কলকাতার দর্শকরা আমার কাজ দেখতে চাইছেন। কলকাতার মানুষ আমাকে ভালবাসেন। সেখানকার কলাকুশলী, শিল্পীরা চাইছেন আমি কলকাতায় কাজ করি।”

Advertisements

এই সিনেমাটি সময়ের অভিজ্ঞতার কথা তিনি জানান। তিনি বলেন আমাকে কিছু বইপত্র দেওয়া হয়েছে, কিছু ভিডিও দেওয়া হয়েছে। সেটা তো একটা ব্যাপার। কিন্তু মানুষটার ভিতরটা, মানুষটার দৃঢ়তা, মানুষটার অন্তরটা তো দেখা যায় না। এই বিষয়গুলো আসলে অনুভব করতে হয়। তাঁর ছবির বক্তব্য, ছবি তৈরির উদ্দেশ্য সবগুলো বুঝে নেওয়ার প্রস্তুতি চলছে। কঠিন কাজ, সময়সাপেক্ষ কাজ।