টলিউডের চর্চিত দম্পতিদের মধ্যে অন্যতম কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) । গত বছর শ্রীময়ী জীবনে ঘটে বেশ কিছু বড় পরিবর্তন—তিনি সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিকের সঙ্গে এবং মা হন একটি মিষ্টি কন্যা সন্তানের। তবে এবার বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শ্রীময়ী চমক দিয়েছেন নতুন এক ঘোষণা দিয়ে।
মাতৃত্বকালীন ছুটির পর তিনি আবারও অভিনয়ে ফিরতে চলেছেন। ছোট পর্দায় শ্রীময়ীর উপস্থিতি সবসময়ই দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা দখল করে ছিল। তার অভিনীত চরিত্রগুলো বারংবার প্রশংসিত হয়েছে । এবার তিনি কামব্যাক করছেন স্টার জলসায় একটি নতুন ধারাবাহিকে।
জানা গেছে, এই নতুন ধারাবাহিকে শ্রীময়ী চট্টরাজের একজন মায়ের চরিত্রে অভিনয় করবন। ইতিমধ্যেই শ্যুটিং সম্পন্ন হয়েছে এবং ধারাবাহিকটির প্রোমোও প্রকাশিত হয়েছে। এর মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা দিয়া বসু, অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও, ধারাবাহিকটির প্রযোজনায় থাকছেন স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি ক্রেজি আইডিয়াজ মিডিয়া নামে একটি প্রযোজনা সংস্থার প্রধান।
এই ধারাবাহিকের বিষয়ে চ্যানেলের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শ্রীময়ী চট্টরাজের কামব্যাক নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শ্রীময়ী চট্টরাজের জীবন এবং ক্যারিয়ার একের পর এক নতুন মাইলফলক স্পর্শ করছে। গত বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন শ্রীময়ী এবং কাঞ্চন মল্লিক। এরপর ২ মার্চ তাদের সাতপাকে বাঁধা পড়ার পর শুরু হয় তাদের সুখী দাম্পত্য জীবন। ২০২৪ সালের নভেম্বর মাসে তাদের কন্যা সন্তান কৃষভি জন্মগ্রহণ করে, যা তাদের জীবনের সবচেয়ে বড় উপহার।