‘কার পাকা ধানে মই দিয়েছি?’ ফোন নম্বর ভাইরাল হতেই প্রতিক্রিয়া শ্রীলেখার

আদা শর্মার (Adah Sharma) পর বাংলার শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তার ব্যক্তিগত টেলিফোন নম্বর ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে আর এর থেকেই আসছে অজ্ঞত পরিচয় ব্যক্তিদের ফোন।…

short-samachar

আদা শর্মার (Adah Sharma) পর বাংলার শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তার ব্যক্তিগত টেলিফোন নম্বর ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে আর এর থেকেই আসছে অজ্ঞত পরিচয় ব্যক্তিদের ফোন। নতুন ঝামেলায় জেরবার অভিনেত্রী।

   

তার সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী (Sreelekha Mitra) জানিয়েছেন যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তার নাম ব্যবহার করে তৈরী হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট। এর পর থেকেই বহু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের কাছ থেকে তাদের টেলিগ্রামের কথোপকতানের কথা উল্লেখ করে আসছে ফোন। তার কথায়, “টেলিগ্রামে আমার নাম ব্যবহার করে তৈরী করা হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট। এখন থেকেই ছড়ানো হয়েছে আমার নম্বর। দিনে অন্তত দশ-পনেরো জন আমায় ফোন করছেন আমাদের টেলিগ্রামের কথোপকথন উল্লেখ করে। কার পাকা ধানে মই দিলাম, ভাবছি…। তুমি যে-ই হও না কেন, আমি কেন এখনও তোমাদের কাছে ভয়ের কারণ?”

এই ঘটনা কিভাবে ঘটেছে তা তাঁর পোস্টে ব্যাখ্যা করেননি অভিনেত্রী (Sreelekha Mitra)। তার পোস্টের মন্তব্যের জায়গাও বন্ধ করে রেখেছেন অভিনেত্রী। উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিভিন্ন বিষয়ে তাঁর সোশ্যাল মিডিয়াতে মন্তব্য প্রকাশ করেন অভিনেত্রী।

‘এই জয় তোমারও’, আবেগঘন পোস্টে অনুষ্কাকে ধন্যবাদ জানালেন বিরাট

বাংলা ছাড়াও ইতিমধ্যে মুম্বইতে একটি ওয়েব সিরিজে কাজ করছেন শ্রীলেখা। ওই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সুধীর মিশ্র। কাজকর্ম ছাড়াও নিজেদের পোষ্যদের নিয়ে সময় কাটে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর মোট প্রকাশ করা কালীন, বহু বিতর্কেও জড়িয়েছেন তিনি। খুব শীঘ্রই তাঁকে দেখা যেতে পারে পরিচালকের ভূমিকায়।