হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কপালে ব্যান্ডেজ বাঁধা ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করতেই হৈচৈ পরে গিয়েছে অভিনেত্রীর অনুরাগী মহলে। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন, প্রার্থনা করছেন অভিনেত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে উঠুন। পাশাপাশি কীভাবে নায়িকার এই চোট লাগল, সে কথাও জানতে চেয়েছেন। পরামর্শও দিয়েছেন, শ্রীলেখা মিত্রকে নিজের শরীরের দিকে খেয়াল রাখার। যদিও কীভাবে তাঁর চোট লেগেছে সে সম্পর্ক এখনও পর্যন্ত কিছু জানাননি অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন শ্রীলেখা মিত্র। নানা সময়ই সেখানে তিনি নানা ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করেন। সম্প্রতি টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর কপালে ব্যান্ডেজ বাঁধা। আর তাঁর চারপাশে রয়েছেন হাসপাতালের কর্মীরা। কপালে চোট পেয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘শ্যুটিং ফ্লোর থেকে নয়, এই ছবি হাসপাতাল থেকে। হাসপাতালের কর্মীদের কাছ থেকে অনেক যত্ন পেলাম। কখনও ভাবিনি আমি এতটা ভালোবাসার।’