Srabanti: আরও একবার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী!

Srabanti: এ কি কান্ড! চতুর্থবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! টলিউড দুনিয়ার এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তি চট্টোপাধ্যায়। যাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্কিত…

Srabanti

Srabanti: এ কি কান্ড! চতুর্থবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! টলিউড দুনিয়ার এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তি চট্টোপাধ্যায়। যাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্কিত গসিপ উঠে আসে। কারণ পর পর তিনবার বিয়ের পিঁড়িতে বসেও দাম্পত্য সুখ উপভোগ করতে পারেননি তিনি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যা দেখে নেটাগরিকরা শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আরও একবার ট্রোল্ড করতে শুরু করেছে।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা এখনও আদালতে চলছে। এদিকে সেই মামলার অভিনেত্রীর নাম কখনও ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী, কখনও নিজের জিম ট্রেনারের সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে তাঁরা অতীত। অভিনেত্রীর জীবনে আগমন হয়েছে টেলি জগতের আরেক অন্যতম অভিনেতার নাম। তিনি আর কেউ নন জনপ্রিয় অভিনেতা তথা মডেল রবি শ। যে বর্তমানে একের পর এক নানা ধারাবাহিকের লিড রোল করছেন। কিন্তু তাঁর সঙ্গে শ্রাবন্তীর এই বিয়ের সম্পর্কই কি সত্যিই বাস্তব নাকি পুরোটাই গুজব?

   

Advertisements

আসলে সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহা সাজিয়েছেন শ্রাবন্তী ও রবিকে বর বধূ বেশে। সেখানে শ্রাবন্তীর পরনে রয়েছে লাল শাড়ি, মাথায় সিঁদুর, হাতে শাঁখা-বলা, নাকে টানা নোলক, গলায় জমকাল সেট, মাথায় মুকুট। আর অন্যদিকে রবির পরনে ছিল লাল পাঞ্জাবি। অভিনেতার বাহুডোরে শ্রাবন্তী, তাঁদের এই রসায়ন যেন মুগ্ধ করেছে সকলকে। দুজনের চোখের চাহনি যেন ফুটিয়ে তুলেছে স্বামী স্ত্রীর সম্পর্কের মেলবন্ধন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News