দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে, আর আজ পঞ্চমী। ইতিমধ্যেই একাধিক পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে। মহালয়ার দিন থেকে মানুষের ভিড় দেখা গিয়েছে প্যান্ডেল গুলিতে। প্রতিবছরের মতো এবছরও টলিউডের তারকারা বিভিন্ন পুজো উদ্বোধন শুরু করেছে। চতুর্থীর দিন তেমনই এক প্যান্ডেল উদ্বোধনে যান টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
সেই ছবি অভিনেত্রী তার সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সিগ্রিন রঙের একটা গর্জাস শাড়ি আর পান্না বসানো হার কানের পরে কোনও এক পুজো মণ্ডপে গিয়ে ঢাক বাজাতে দেখা গেল শ্রাবন্তীকে (Srabanti Chatterjee)। অভিনেত্রী ছবি শেয়ার করার পরেই কমেন্ট সেকশনে শুরু হয় ট্রোলিং। তাদের মধ্যে অনেকেই ঢাক বাজানোর সময় শ্রাবন্তীর উন্মুক্ত বক্ষ-বিভাজিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
কেউ লিখলেন, “তুমি বলেছিলে না প্রতিবাদ করবে, পুজো করবে না। কী হল ম্যাডাম!” আবার কেউ মন্তব্য করেছেন, “আপনার লজ্জা করল না একটা বড় ছেলে আছে এ ভাবে শাড়ি পরেছেন।” আবার কেউ লেখেন, “কী ভাবে শাড়ি পরেছেন আপনার লজ্জা লাগছে না?” কারও আবার মন্তব্য আছে, “আপনি এত সুন্দর কেন? আমাদের তো কষ্ট হয়।”
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে প্রথম থেকে যেসমস্ত শিল্পীদের প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রাবন্তী চট্টেপাধ্যায় (Srabanti Chatterjee)। এমনকি দোষীদের কঠোর শাস্তির দাবিও তুলেছিলেন শ্রাবন্তী। তবে আবার ইতিমধ্যেই কাজেও ফিরেছেন অভিনেত্রী।
ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিও শুট করেছেন অভিনেত্রী । যেটা পুজোতে মুক্তি পাবে। যেখানে গান গেয়েছেন অনন্যা চক্রবর্তী। ভিডিয়োর প্রযোজনা করেছেন সানি খান, অনুপ সাহা। মিউজিক ভিডিয়োর পরিচালনা করেছেন উজ্জ্বল ভট্টাচার্য।