Srabanti Chatterjee: রহস্য দানা বাঁধল ওম-শ্রাবন্তী সম্পর্কের

Srabanti Chatterjee

নতুন সম্পর্কে শ্রাবন্তী। এবার পাত্র ওম সাহানি। খবরটি ছড়ানোর পরই হইচই পরে গিয়েছে টলিপাড়ায়। যদিও গোটাটাই রিল লাইফে। অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁদের । বড়পর্দায় ওম সাহানির সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন নায়িকা। যা দেখার পর সিনেমার গল্প নিয়ে রহস্য দানা বেঁধেছে দর্শক মনে।

Advertisements

একদিকে নুসরত ফারিয়া অন্যদিকে এনা জমজমাটি যশের নববর্ষ

Srabanti Chatterjee

নতুন এই ছবিতে রয়েছে ভূতুড়ে আমেজ। ছবির পোস্টারেই তা স্পষ্ট। ছবির নাম অবশ্য বলছে ‘ভয় পেও না’। তাছাড়া সামনে আসা পোস্টারে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়কের চোখে মুখে বিস্ময়, ভয়। আর দুহাতে তাঁর গলা জড়িয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী। তাঁর চোখে মুখে রক্তের ছিটে। রহস্যে ঘেরা এই ছবির জন্যে অপেক্ষা করছিলেন দর্শক।

আড্ডা, পেটপুজো-জমজমাট শুভ-রাজের পয়লা বৈশাখ

Advertisements

হরর-থ্রিলার এই ছবিতে কেবল শ্রাবন্তী ( Shabanti Chatterjee ) ও ওম নয়, দেখা মিলবে দর্শনা বণিকেরও। একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু। গান গেয়েছেন অনুপম রায় রাজ বর্মণ ও অন্তরা মিত্র। বেশিরভাগ শ্যুটিংই হয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। তবে সম্প্রতি একটি গানের শ্যুটিং করতে কাশ্মীরে উড়ে গিয়েছিলেন তাঁরা। তবে কেবল তাঁরা দুজন নয়, সঙ্গে গিয়েছিলেন ওমের ঘরণী মিমি দত্ত।

নতুন বছরে জিৎয়ের ধামাকাদার উপহার

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিন। মে মাসের ২৭ তারিখে পর্দা জুড়ে মুক্তি পাবে ছবি। কিছুদিন আগে সামনে এসেছে পেয়েছে ছবির টিজারও।