Srabanti Chatterjee: সন্তানসম ছেলের সঙ্গে বিয়ের সাজে নেট-দুনিয়া গরম করলেন শ্রাবন্তী

বর্তমানে টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) আর নেটিজেনদের কটাক্ষ যেনও একে ওপরের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হিসাবে অবশ্য বলা চলে শ্রাবন্তী চ্যাটার্জীর বারংবার বিবাহ বিচ্ছেদ এবং প্রেমের মুহূর্ত।

Srabanti Chatterjee

বর্তমানে টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) আর নেটিজেনদের কটাক্ষ যেনও একে ওপরের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হিসাবে অবশ্য বলা চলে শ্রাবন্তী চ্যাটার্জীর বারংবার বিবাহ বিচ্ছেদ এবং প্রেমের মুহূর্ত। আধুনিক বাংলা চলচ্চিত্রের জগতে শ্রাবন্তী চ্যাটার্জী যে একজন সফল অভিনেত্রী তা নিয়ে কোনো সন্দেহ নেই কারোর মনেই। তার কারণ ব্যক্তিগত জীবনে যায় হোক না কেনো নিজের কেরিয়ার নিয়ে কোনো দিনই আপোস করেন না অভিনেত্রী।

Advertisements

তবে এই সফলতাকে বারবার ছাপিয়ে যায় তাঁর ব্যক্তিগত সম্পর্ক। ঠিক সেই রকমই ঘটলো এই বারেও। সম্প্রতি কনের সাজে সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছিলেন তিনি। আর সেখানেই দর্শকদের রোষের মুখে পড়েন তিনি। তার কারণ নিজের সন্তানের বয়সী এক ছেলের সাথে বাসর ঘরে কনের সাজে শুটিং করেছেন তিনি। যা দর্শকদের মনে ক্রধের সঞ্চার করেছে।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

Advertisements

অনেকেই কমেন্টে লিখেছেন, “আপনাকে আর এই সাজে ভালো লাগে না”। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তাঁর। বরং এই প্রেমের মরশুম আবারও নিজের জীবনে প্রেমের রং মাখতে ব্যস্ত তিনি।