সমুদ্র সৈকতে মন খুলে নাচতে গিয়ে বেসামাল শ্রাবন্তীর লাল ফ্রক!

টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন পোস্ট করা ভিডিও নেট পাড়ায় শোরগোল করে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী সৈকতে লাল রঙের ফ্রক পড়ে সমুদ্র পারে নাচছেন। বোঝা যাচ্ছে অভিনেত্রী বেড়াতে গিয়েছেন কোন সমুদ্র সৈকতে। যদিও কোথায় তা স্পষ্ট নয়। তবে স্পষ্ট যে বালিতে নাচতে নাচতেই অভিনেত্রীর পোশাক পুরো বেসামাল।

কিছুদিন আগের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের জন্মদিন উৎযাপন করেছেন। এবার বন্ধুদের সঙ্গে পাড়ি দিয়েছেন সমুদ্র তটে। বিভিন্ন সমাজমাধ্যমের খবর অনুযায়ী শ্রাবন্তী বন্ধুদের সঙ্গে গোয়ায় গিয়েছেন সম্ভবত। আর সেখান থেকেই এই সুন্দর ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতা অরিজিৎ সিংয়ের গানও ব্যবহার করেছেন তিনি।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)

সমুদ্রে বালিতে আনন্দে মেতেছেন অভিনেত্রী। আত্মহারা হয়ে নাচছেন তিনি। তবে ওদিকে আবার হাওয়ার দাপট প্রচুর। ফলে সমুদ্র সৈকতের হাওয়ায় অভিনেত্রীর লাল ফ্রক উড়ে যেতে থাকে। তবে অভিনেত্রী বারবার হাত দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন বলে দেখা যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন