Saturday, December 6, 2025
HomeEntertainmentTollywood : ফের সাতপাক ঘুরতে চলেছেন শ্রাবন্তী

Tollywood : ফের সাতপাক ঘুরতে চলেছেন শ্রাবন্তী

- Advertisement -

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের অন্যতম সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাথায় মুকুট, গায়ে গয়না ভর্তি, লাল বেনারসি, গলায় রজনী ফুলের মালা- সবমিলিয়ে যেন বাঙালি বধূর সাজে সেজে উঠেছেন নায়িকা। শ্রাবন্তীর এমন সাজে সকলেই অবাক, আবার বিয়ে!

Advertisements

এখনও ডিভোর্স শেষ হয়নি রোশন সিংয়ের সঙ্গে । কিন্তু, তারপর বছর শেষ হতে না হতেই তার জীবনে বসন্ত আসে। নতুন করে ব্যবসায়ী অভিরুপের সঙ্গে নাম জড়ান , ঘুরে আসেন মালদ্বীপ। ফের সিনে জগতে পা রেখেই রঙিন জীবনের সব মুহূর্ত ফিরে পান। ঠিক এরই মধ্যে নতুন করে অভিনেত্রী বিয়ের ছবি পোস্ট করে চলেছেন । ব্যাপার কি? তবে কি চতুর্থ বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী?

   

এবারে অভিনেতা ওম সাহানির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রাবন্তী। তবে পুরো ব্যাপারটাই ঘটেছে শ্যুটিং স্পটে। অর্থাৎ, নতুন ছবিতে জুটি বেঁধেছেন ওম-শ্রাবন্তী । বছর খানেক আগেও ওম-শ্রাবন্তী ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন । এবারে, ‘ভয় পেও না’তে স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন এই নতুন জুটি। ইতিমধ্যে, শুরু হয়ে গিয়েছে শ্যুটিং । শ্রাবন্তী নিজেও ভীষণ ভূতে ভয় পান, এরপরেও বাংলা ভূতের সিনেমায় কাজ করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। করোনার দাপাদাপিতে সিনেমা হল বা বিনোদন দুনিয়ায় কোনো প্রভাব না পড়লে খুব শীঘ্রই মুক্তি পাবে নতুন এই বাংলা ছবি।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular