দক্ষিণী সুপারস্টার প্রভাসের (Prabhas) জনপ্রিয়তা শুধু তেলেগু ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নয় সারা ভারত জুড়ে রয়েছে তার অগণিত ফ্যান । তার ছবির মুক্তির অপেক্ষায় থাকেন সব অনুরাগীরা। ২৩ শে অক্টোবর অর্থাৎ আজ দক্ষিণী সুপারস্টার প্রভাসের ৪৫ তম জন্মদিন।
অভিনেতার জন্মদিনে নির্মাতারা একটি নয়, দুটি বড় চমক দিয়েছেন প্রভাসের ভক্তদের। একদিকে নির্মাতারা মারুতি পরিচালিত হরর কমেডি ছবি ‘রাজা সাহেব’ (The Raja Saab) থেকে প্রভাসের অত্যাশ্চর্য লুক শেয়ার করেছেন। অন্যদিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ‘সালার-২’ (Salar 2)-এর শুটিংয়ের (Prabhas Salar 2 Shooting) ঘোষণা দিয়েছেন। যা দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তার এক্স-হ্যান্ডেলে প্রভাসের একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “প্রভাস-পৃথ্বীরাজ এবং প্রশান্ত নীলের হোমবল প্রোডাকশনে নির্মিত ‘সালার-২’ (Prabhas Salar 2 Shooting) ছবির শুটিং শুরু হয়েছে। জন্মদিনে প্রভাসের ভক্তদের জন্য এটি একটি বড় খবর। ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ‘সালার’-এর সিক্যুয়েল আগামী দিনে ২০ দিন ধরে শুটিং করবেন।
PRABHAS – PRITHVIRAJ – PRASHANTH NEEL – HOMBALE: ‘SALAAR 2’ SHOOT BEGINS… BIGGG NEWS for #Prabhas fans… On #Prabhas‘ birthday today, #HombaleFilms have officially announced the much-awaited sequel #Salaar Part 2… #Prabhas is participating in the ongoing 20-day schedule.… pic.twitter.com/046sgEnRXi
— taran adarsh (@taran_adarsh) October 23, 2024
প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালার: প্রথম পর্ব। বক্স অফিসে শাহরুখ খানের ছবি ‘ডিঙ্কি’-এর সঙ্গে এই ছবির সংঘর্ষ হয়। সালার পার্ট ১ (Salar 1), প্রশান্ত নীল পরিচালিত, ভারতে ৪০৬.৪৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৬১৭.৭৫ কোটি টাকা ব্যবসা করেছিল। এই ছবিটি বিদেশের বাজারে ১৩০ কোটি টাকা আয় করেছিল। দর্শকরা সালার পার্ট ১ দেখার পরে অধির আগ্রহে দ্বিতীয় পার্টের জ্ন্য অপেক্ষা করছেন।
উল্লেখ্য, প্রভাসকে (Prabhas) শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’(Kalki 2898 AD)। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিটিই চলতি বছরের অন্যতম বড় বাজেটের ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এই ছবি বক্স-অফিসে ঝড় তুলেছিল। ‘কল্কি ২৮৯৮ এডি ২’ অপেক্ষায় রয়েছেন সকল অনুরাগীরা