HomeEntertainmentআর্থিক তছরূপের অভিযোগে জড়ালেন দক্ষিণী সুপারস্টার নার্গাজুন!

আর্থিক তছরূপের অভিযোগে জড়ালেন দক্ষিণী সুপারস্টার নার্গাজুন!

- Advertisement -

দক্ষিণী সুপারস্টার নার্গাজুন (Nagarjuna) বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। জানা গিয়েছে হায়দরাবাদের এন কনভেনশন সেন্টার সম্পর্কিত মামলায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৩ অক্টোবর ভাস্কর রেড্ডি নামের এক ব্যক্তি মাধবপুর থানায় অভিযোগে দায়ের করেন। ভাস্কর রেড্ডি নামে ব্যাক্তি অভিযোগ করেন নার্গাজুন (Nagarjuna)  কনভেনশন সেন্টার থেকে অন্যায়ভাবে প্রভূত মুনাফা অর্জন করেছেন।

অভিযোগকারী আরও দাবি করেন সেই টাকা যাতে দ্রুত উদ্ধার করা হয়। সংবাদমাধ্যেমকে ইনস্পেক্টর কৃষ্ণমোহন জানিয়েছেন ‘নাগার্জুনের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করা হয়েছে যাতে বলা হয়েছে এন কনভেনশন সেন্টার থেকে অন্যায়ভাবে তিনি মুনাফা লাভ করেছেন। সেই টাকা উদ্ধার করে যাতে সরকারের কাছে ফেরত দেওয়া হয়, সেই দাবি জানিয়েছেন ভাস্কর রেড্ডি নামের সেই ব্যক্তি। এখনও মামলা কিছু দায়ের হয়নি, আইনি মতামত নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।’

   

যদিও এই অভিযোগ অস্বিকার করেছিলেন নার্গাজুন (Nagarjuna) তার এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘যে বড় বড় জনপ্রিয় অভিনেতাদের নিয়ে মাঝেমাঝেই চড়িয়ে চড়িয়ে খবর লেখা হয় এবং তাদের চরিত্র হননের চেষ্টা করা হয়। এই এন কনভেনশন যে জমির উপর করা হয়েছে, সেই জমিটি আদপে ইজারা দলিল জমি। এক শতাংশ জমিও দখল করে নেওয়া হয়নি। অভিনেতার সুনাম রক্ষার জন্য কিছু তথ্য জনসমক্ষে নিয়ে আসার জন্যই এই পোস্ট করা হয়েছে বলে মনে করা হয়। আইন অমান্যকারী নাগরিক হিসেবে আদালত যদি অভিনেতার বিরুদ্ধে রায় দিতেন, তাহলে তিনি নিজেই সেই কনভেনশন সেন্টার ভেঙে ফেলতেন, এমনটাই মত নাগার্জুনের।’

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular