HomeEntertainmentRashmika Mandanna: নিজের সম্পর্ক নিয়ে ‘বিস্ফোরক’ তথ্য ফাঁস রশ্মিকার

Rashmika Mandanna: নিজের সম্পর্ক নিয়ে ‘বিস্ফোরক’ তথ্য ফাঁস রশ্মিকার

- Advertisement -

বর্তমানে ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম রশ্মিকা মন্দনা (South Indian actress Rashmika Mandanna)। তবে শুধু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নয় তার ভক্ত গোটা ভারতবর্ষ। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তাই অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর অমলিন হাসিতে মুগ্ধ গোটা প্রজন্ম।

অন্যদিকে সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি পুষ্পা দ্যা রাইস মানুষের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে বরাবরই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে চোখে পড়ার মতো। তাঁরা সারাদিনে কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে যাচ্ছেন কার সাথে সম্পর্ক করে তুলেছেন সবই থাকে সাধারণ মানুষের নজরে। তাই এই অভিনেত্রী ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বরং সাধারণ মানুষ যাকে বেশি পছন্দ করেন তাকে নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়েন।

   

সম্প্রতি ঠিক তেমনই ঘটেছে অভিনেত্রীর ক্ষেত্রেও। উল্লেখ্য, রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরাকণ্ডাকে নিয়ে মানুষের জানার শেষ নেই। আর ঠিক একই ভানে তাঁদের প্রেম কাহিনী রটে যেতেও খুব বেশি সময় লাগেনি। সম্প্রতি অভিনেত্রী জন্মদিনে তিনি হঠাৎ করে ফেসবুক লাইভে এসেছিলেন আর সেখানেই দেখা গিয়েছে অভিনেত্রীর আঙ্গুলে রয়েছে অভিনেতা বিজয় দেবেরাকণ্ডার একটি আংটি। আর সেই দেখেই মানুষের জল্পনা শুরু অনেকেই বলতে শুরু করেছিলেন তারা নাকি একসাথেই আছেন অর্থাৎ তারা লিভ ইন করছেন। তবে এবার এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, তিনি ট্যুইট করে জানান, “এতো কিছু ভাবার কিছু নেই”।

#RashmikaMandanna #SouthIndianActress #personalinformation #explosiveinterview #revelation

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular