Dadagiri 10: কথা উঠেছিল যে ‘দাদাগিরিতে সাধারণ মানুষরা আসেন না। খালি সেলেবদের ডাকে।’ এবার সেই অভিযোগ ঘোঁচাবেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) স্বয়ং। শুরু হতে চলেছে, সাধারণ মানুষের জন্য অডিশন। কোথায়, কবে, কীভাবে ‘দাদাগিরি’র অডিশন নেওয়া হবে, সেবিষয়ে বিস্তারিত ঘোষণা করলে বাংলার প্রিয় (Didi No. 1) ‘দিদি নম্বর ওয়ান’। অর্থাৎ সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)।
দিদি নম্বর ওয়ানের (Didi No. 1) মঞ্চে দাঁড়িয়েই এদিন রচনা বললেন, “আপনিও কি চান দাদার সঙ্গে মিলে দাদাগিরি করতে, তাহলে আপনার জেলাতেই হচ্ছে (Dadagiri 10) দাদাগিরি সিজন ১০-এর গ্র্যান্ড অডিশন”। এদিন রচনা জানালেন,
- আগামী রবিবার অর্থাৎ ১৪ জানুয়ারিই ‘দাদাগিরি’র অডিশন হবে পূর্ব বর্ধমানের শ্রীপল্লীতে।
- বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলে যেতে হবে এই অডিশন দিতে।
- সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে অডিশন (Audion)।
দাদাগিরির মঞ্চ টিআরপি (TRP) প্রায়শই নিয়ে আসে নামি তারকাদের। যেমন সম্প্রতি হয়েছিলেন টেলিপর্দার জনপ্রিয় তিন তারকা জিতু কমল, তিয়াসা লেপচা ও নীল ভট্টাচার্য। নীল এসেছিলেন মায়ের হাত ধরে। এদিন দাদাকে তিয়াসা (Tiyasha Leptcha) মজার ছলে জিজ্ঞাসা করেছিলেন, “তোমার বাঁ হাতের খেল কী?” সৌরভও মজাদার উত্তর ছিল, “আমার বাঁহাতের খেল দাদাগিরিতে প্রশ্ন করা। কারণ উত্তর দেবে তো তোমরা (Dadagiri 10)।”
View this post on Instagram
View this post on Instagram