Soumitrisha: ‘অহংকারী সৌমিতৃষা’- আবার কেন কটাক্ষের মুখে নায়িকা!

Soumitrisha: ‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া… পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূর…

Soumitrisha

Soumitrisha: ‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া… পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছোন…! জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে, তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন (কেন)? কোলাব করে রেখেছিলেন (কেন)? যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা। তবুও চাইব আরও ভালো হোক, ভগবান মঙ্গল করুক’। সৌমিতৃষাকে ইঙ্গিত করে এমনটাই বলেছিলেন তন্বী। সৌমিতৃষা নাকি প্রধান রিলিজের পরেই আনফলো করেছিলেন তাঁকে। আর তাতেই কষ্ট পান সৌমিতৃষার অনস্ক্রিন যা।

প্রধান রিলিজ করার পর থেকে নিজের নানান বেফাঁস মন্তব্যের কটাক্ষের মুখে পড়ে নাজেহাল হয়ে চলেছেন সৌমিতৃষা কুন্ডু। এদিন তন্বীকে ইনস্টাগ্রামে আনফলো করতেই বিপাকে পড়েছিলেন নায়িকা। এদিকে এর উত্তরে সৌমিতৃষা বলেন, এসব নিয়ে নিউজ কী করে হল? এতো ফেমাস তিনি, জানতেনই না। এরপরেই নায়িকা বলেন, কোনদিন তিনি কী খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে যাবে! নায়িকার ভাষায়, তিনি স্ট্রাগল বেচবেন না। বলবেন না এই জায়গায় আসতে এই কষ্ট করেছি। কারণ সবাই কষ্ট করেই এগোয়। তাই যাঁরা জীবনে স্ট্রাগল করে ওঠেন কখনও তাঁদের অহঙ্কার আসে না।

Advertisements

আসলে কয়েকদিন আগে বেফাঁস ভাবে নায়িকা বলে বসেছিলেন যে ছোট পর্দায় তাঁর মতো আর কেউ স্টার হতে পারবে কি না সন্দেহ রয়েছে তাঁর। এরপরেই ‘অহংকারী’ বলে শুনতে হয় সৌমিকে। এরপর নায়িকাকে নিয়ে নানান শোরগোল চলছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কোনো কিছুতেই সেভাবে ভ্রূক্ষেপ করছেন না তিনি।