Tejasswi Prakash: ‘বিগ’ প্রেম গড়াল বিয়ের সানাইয়ে

tejawsi

মুম্বই: বিগ বসের ঘরের প্রেম গড়াল বিয়ের খবরে।  খুশির রসনাই ‘প্রকাশ’ পরিবারে।  জয়েরবাদ্যির পর এবার বাজতে চলেছে সানাই। খুব শীঘ্রই বিয়ের করতে চলেছে তেজস্বী (Tejasswi Prakash) ও করণ। জল্পনা নয়। একথা জানিয়ের স্বয়ং পাত্রীর বাবা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে তেজস্বীর বাবা জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়িই বিয়ে করবেন তেজস্বী ও করণ কুন্দ্রা। ওরা দুজনে আরও একটু সময় চাইছে নিজেদের সম্পর্ক নিয়ে। খুব জলদিই অনুরাগীরা সুখবর পাবেন।’

সবাইকে পিছনে ফেলে প্রথম হলেন তেজস্বী, দ্বিতীয় স্থানে প্রতীক ও তৃতীয় স্থানে করণ কুন্দ্রা। অনুষ্ঠান শেষ হওয়ার পরে কর্ণ তাঁর গাড়িতে করে বাড়ি চলে যান। অনুষ্ঠানের পরে সলমন খান যে পার্টির আয়োজন করেছিলেন, সেখানেও হাজিরা দেননি কর্ণ। পাপারাৎজিরা দেখতে পেয়েছেন, গাড়িতে ওঠার সময়ে কর্ণের চোখে জল।  ধারণা করা হয়, প্রথম স্থান অধিকার না করতে পেরে কষ্ট পেয়েছেন কর্ণ। এমন খবর শোনার পরই সবাই বলেছিলেন, বিগ বসের ঘরে প্রেম, বিগ বসেই হবে শেষ। কিন্তু লোকের ভাবনাকে উসকে দিলেন করণ ও তেজস্বী নিজেই। সম্প্রতি দেখা গিয়েছে, তেজস্বীর বাড়ির সামনে গিয়ে, অভিনেত্রীর সঙ্গে দেখা করেছেন করণ। শুধু তাই নয়, তেজস্বীর মা-বাবার সঙ্গেও দেখা করেছেন নাকি অভিনেতা। আর সেখান থেকেই প্রকাশ্যে এসেছে তেজস্বী ও করণের বিয়ের খবর।

   

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে করণ-তেজস্বীর একটি ছবি ঘুরপাক খাচ্ছে। নেটিজেন এবং বিগ বসের ফ্যানরা ক্রমাগত সেই ছবিতে কমেন্ট করে কমেন্ট বক্স একেবারে ভরিয়ে ফেলেছেন। অনেক ভক্তরাই করণ কুন্দ্রা এবং তেজস্বীর ফটোতে মন্তব্য করে নিজেদের ভালোবাসা ব্যক্ত করছেন। আবার কেউ কেউ দু’কদম এগিয়ে উভয়কে ‘দাদা-বৌদি’ও বলে ফেলেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন