ভ্যালেন্টাইনস ডে-র ঠিক আগে কলকাতায় গানের জাদু ছড়াতে আসছেন সুরের রাজা সোনু নিগম (Sonu Nigam) । গত কিছু দিন আগেই পুণেতে কনসার্ট করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেছিলেন গায়ক। তবে তার অসুস্থতা বেশিদিন স্থায়ী হয়নি, পরের দিনই রাষ্ট্রপতি ভবনে সুরের মূর্চ্ছনায় ভাসিয়েছেন সবাই। ৯ ফেব্রুয়ারি কলকাতার গানে-গানে ভালোবাসা ছড়িয়ে দিতে আসছেন সোনু নিগম ।
কলকাতার অ্যাকোয়াটিকায় গাইবেন সোনু নিগম (Sonu Nigam) । এই কনসার্টের আয়োজক বেঙ্গল ওয়েব সলিউশন এবং হোয়াইট লাইট ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড। সোনু নিগমের এই কনসার্টকে ঘিরে কলকাতা শহরে এক উত্তাল উন্মাদনা বিরাজ করছে। টিকিটের বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনলাইনে। টিকিটের দাম ১,২৯৯ টাকা থেকে শুরু। তবে বিভিন্ন শ্রেণীর টিকিটে রয়েছে ভিন্ন ভিন্ন দামের পরিসর। সঙ্গে থাকছে অতিরিক্ত সুযোগ-সুবিধা এবং সুস্বাদু খাবারের আয়োজনও।
যদিও ৪ জনের গ্রুপের জন্য সর্বোচ্চ টিকিটের দাম ৫৯,৯৯৯ টাকা। এই টিকিটে কনসার্টের সঙ্গে থাকবে আনলিমিটেড খানাপিনার ব্যবস্থা। ভ্যালেন্টাইনস ডে-র ঠিক আগে শহরে সোনু নিগমের উপস্থিতি উন্মাদনা সৃষ্টি করেছে গানের ভক্তদের জন্য। কাপলদের জন্য বিশেষ ছাড়ও রয়েছে, যা আরো আকর্ষণীয় করে তুলেছে এই কনসার্টকে। সোনু নিগম তার সমাজ মাধ্যমে ভিডিও শেয়ার করে স্পষ্ট বাংলা ভাষায় বললেন, “এবার আপনাদের ডাকে আমি আসছি 9 ফেব্রুয়ারি অ্যাকুয়াটিকায়, দেখা হবে।”
View this post on Instagram
নব্বইয়ের দশকে হিন্দি, বাংলা এবং ভারতীয় অন্যান্য ভাষার বহু জনপ্রিয় গানের গায়ক সোনু নিগম (Sonu Nigam) । তার কণ্ঠে মোহিত করেছেন কোটি কোটি শ্রোতা। তিনি যে শুধু একজন অসাধারণ গায়ক, তা নয়; তিনি একটি প্রজন্মের সুরের রাজা। সোনু নিগমের গানের মধ্যে রোমান্স, মেলানকলি, আনন্দ, এবং প্রেরণা—সব কিছুই রয়েছে। তার কণ্ঠে যেই গানই শুনুন, তা এক একটি হিট। সোনু নিগমকে ‘পদ্মশ্রী’ সম্মাননা দেওয়া হয়েছে তার অসাধারণ সঙ্গীত কর্মজীবনের জন্য।