প্লেব্যাকের সঙ্গে স্বয়ম্বর সভার তুলনা, বলিউড নিয়ে ফের ক্ষুব্ধ সোনু নিগম

একবার নয় বারংবার বলিউডের বিভিন্ন ঘটনার উপর আঙুল তুলেছেন বিখ্যাত গায়ক সোনু নিগম (Sonu Nigam)। বিশেষ করে গানের বিভিন্ন রিয়েলিটি শো নিয়ে বীতশ্রদ্ধ সোনু। ভালো…

একবার নয় বারংবার বলিউডের বিভিন্ন ঘটনার উপর আঙুল তুলেছেন বিখ্যাত গায়ক সোনু নিগম (Sonu Nigam)। বিশেষ করে গানের বিভিন্ন রিয়েলিটি শো নিয়ে বীতশ্রদ্ধ সোনু। ভালো গান আর ভালো গায়কের প্রতি মানুষের আকর্ষণ সেই আদিকাল থেকেই রয়েছে। আর বর্তমান যুগে গানের শিল্পীদের খুঁজে বের করার জন্য একাধিক রিয়্যালিটি শোর আয়োজন করা হয় ঠিকই, কিন্তু তাতে সুবিচার কতটা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

একসময়ের সেরা গায়ক সোনু জানিয়েছেন, বর্তমানের সঙ্গীত পরিচালকদের কাজকর্মের ধরন তাঁর পছন্দ নয়। এখন কাজ করতে গেলে তাঁকেও আর পাঁচজন শিল্পীর সঙ্গে দাঁড়িয়ে অডিশন দিতে হবে। কিন্তু তাতে নারাজ সোনু। তিনি জানান, আজকাল একটা গানই বিভিন্ন শিল্পীদের দিয়ে গাওয়ানো হয়। তারপর প্রযোজকদের উপর ছেড়ে দেওয়া হয়। তাঁরা পছন্দ করে নেন, কোন ভার্সনটা তাঁরা ব্যবহার করবেন। সোনুর কাছে এটা স্বয়ংবরের মতো মনে হয়। তবে সোনু নিরাপত্তাহীনতায় ভোগেন না। এই কারণে প্রযোজক অথবা পরিচালকদের পিছনে ছুটতে হয় না তাঁকে।

   
Advertisements

পদ্ম সম্মান পাওয়া নিয়েও ক্ষোভ জমে রয়েছে তাঁর মনে। তিনি বলেছেন, “পদ্মশ্রী অনেক আগেই পাওয়া উচিত ছিল আমার। আমি এই পদ্ম-সম্মান প্রত্যাখান করতেই চেয়েছিলাম। কিন্তু পরে বাবার সঙ্গে কথা বলে আমি বদলাই।” তবে এতকিছুর পরেও শেষমেশ বলিউডের জন্য গান গাইলেন সোনু। আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র জন্য তিনি গান রেকর্ড করেছেন। এই গানের জন্য সংগীত পরিচালক প্রীতম নিজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ছবির নায়ক আমির খান ব্যক্তিগতভাবে প্রীতমের কাছে অনুরোধ করেন সোনুকে দিয়ে গানটি গাওয়ানোর জন্য। তাই আর বলিউড থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেননি গায়ক সোনু।