Sonam Kapoor: বলিউডের অনেক তারকাই নিজেদের 2023 সালের স্মৃতি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ার পাতায় বেশিরভাগ সেলিব্রিটিরাই নিজেদের ভাল সময়ের গল্প বলেছেন। ব্যতিক্রম শুধু অনিল কাপুর কন্যা সোনম কাপুর। এদিন গত বছর তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলে চমকে উঠেছেন সকলেই। বছর ঘুরতে না ঘুরতেই সোনম কাপুর বলেছিলেন যে 2023 তাঁর জন্য উত্থান-পতনে পূর্ণ ছিল। স্বামীর অসুস্থতা নায়িকার জীবনকে কঠিন করে তুলেছিল।
‘গত বছরটা ছিল অনেকটা ওই রোলার কোস্টারের মতো। বাবা-মা হওয়ার আনন্দের পাশাপাশি যে ভয় কড়া নেড়েছিল। তা বোঝার নয়। ওই ভয়াবহ অবস্থায় আমার মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিকভাবে ব্যাপকভাবে বদল এনেছে। আমার স্বামীর গুরুতর খুব অসুস্থতা আমাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। ডাক্তাররাও বুঝতে পারেননি আদতে কোন রোগে ভুগছেন তিনি। সেই সময় দীর্ঘ তিন মাস ধরে যেন নরক বাস করেছিলাম।’
সম্প্রতি, সোনম কাপুর স্বামী আনন্দ আহুজা এবং ছেলে বায়ুর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই নায়িকা জানিয়ে দিয়েছেন, এখন তাঁর স্বামী আনন্দ আহুজ সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। আনন্দের কোন রোগ হয়েছে। অবশেষে তা খুঁজে বের করা সম্ভবপর হয়েছে। নায়িকার কথায়, ‘আমি আশা করি এই বছরটি আরও ভালো হবে। এই নতুন বছরে আমি এই পৃথিবীতে শান্তি এবং আনন্দের আশা রাখি। এবং আমাকে যে জীবন দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই।’
View this post on Instagram