বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) ও তার স্বামী আনন্দ আহুজার পরিবারে আবারও আসতে চলেছে নতুন খুশির বার্তা। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। যদিও এখনও পর্যন্ত সোনম বা তার পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নির্ভরযোগ্য সূত্রের দাবি, অভিনেত্রী বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় পর্যায়ে রয়েছেন এবং খুব শীঘ্রই সুখবরটি প্রকাশ্যে আসতে পারে।
সোনম কাপুর ও আনন্দ আহুজা ২০১৮ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের আগস্টে তাঁদের প্রথম সন্তান, পুত্র ভায়ু কাপুর আহুজা-র জন্ম হয়। প্রথম সন্তান জন্মের পর থেকেই সোনম নিজের মাতৃত্বের সময়টাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে বলিউড থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, “সোনম কাপুর বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন এবং এই খবরটি দুই পরিবারের কাছেই অপরিসীম আনন্দের।” এই খবরে কাপুর ও আহুজা পরিবারের ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বলিউড মহলেও তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
সম্প্রতি আগস্ট মাসে ভায়ুর জন্মদিন উদযাপনের কিছুদিন পর থেকেই সোনমকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। জন্মদিন উপলক্ষে সোনম তাঁর ছেলের সঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, “আগস্ট মানেই ভায়ুর মাস। তিনটি শহরে ওর বাড়ি।” জানা গেছে, বর্তমানে সোনম ও আনন্দ লন্ডনে থাকলেও তাঁরা মুম্বই ও দিল্লিতেও সময় কাটান।
সোনম কাপুরকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের OTT সিনেমা “Blind”-এ। তারপর থেকে তিনি মাতৃত্ব ও পারিবারিক জীবনে সময় দিচ্ছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমি মা হওয়ার পর চেয়েছিলাম আমার সন্তানের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে। ওর বড় হওয়ার প্রক্রিয়াটি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। মা হওয়ার অনুভূতিটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।”
২০২5 সালের শেষের দিকে সোনমের নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নতুন গর্ভাবস্থার কারণে সেই প্রকল্পের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। অভিনেত্রীর কথায়, “এখন আমি আবারও আমার প্রিয় কাজ অভিনয়ে ফিরতে চাই। আমি এমন চরিত্র বেছে নিতে চাই যেখানে নারী চরিত্রটি গল্পের কেন্দ্রে থাকে এবং বহুমাত্রিকভাবে প্রকাশ পায়।”
সোনম কাপুরের জীবনে এই নতুন অধ্যায়কে ঘিরে ভক্তরা যেমন উৎসাহিত, তেমনি বলিউডের সহকর্মীরাও অপেক্ষায় রয়েছেন কাপুর-আহুজা পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য। এখন দেখার বিষয়, কবে আনুষ্ঠানিকভাবে সুখবরটি ঘোষণা করা হয়।