বান্দ্রার বাড়িতেই বিয়ে করছেন সোনাক্ষী, জেনে নিন অনুষ্ঠানের কর্মসূচি

sonakshi sinha

কয়েকদিন আগে তাদের বিয়ের আমন্ত্রণপত্র সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই, সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) আর জাহীর ইকবালের (Zaheer Iqbal) বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। আগামীকাল থেকে শুরু হবে তাদের বিয়ের অনুষ্ঠানের কর্মসূচি। সীমিত অতিথি তালিকা থাকার কারণে বান্দ্রায় তাদের বাড়িতেই বসছে বিয়ের আসর। বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে বিশেষ থিমে।

Advertisements

বলিউড সূত্রে খবর, ভিন্ন ধর্ম হওয়ার কারণে বিয়েতে অমত রয়েছে সোনাক্ষীর পরিবারের। তবে এই বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেননি কেউই , এমনকি সোনাক্ষীর বাবা শত্রুগ্ন সিনহাও (Shatrughan Sinha)। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে শত্রুঘ্ন জানিয়েছিলেন যে মেয়ে প্রাপ্তবয়স্ক। সুতুরাং তার নিজের জীবন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সোনাক্ষীর ব্যাচেলরেটের অনুষ্ঠানের কয়েকটি দৃশ্যে দেখা যায় তার বোনকে।

সম্প্রতি প্রকাশ করা হয় সোনাক্ষীর (Shatrughan Sinha) বিয়ের আমন্ত্রণপত্র। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয় অতিথিদের যে তারা যেন লাল রঙের পোশাক পরে না আসেন। ফর্মাল পোশাক ও পরতে বারণ করা হয়েছে তাদের। এখনও প্রকাশ করা হয়নি বিয়ের মেনু বা অন্যান্য বিষয় ।

Advertisements

২৩শে জুন (23rd June) রয়েছে মূল বিয়ের অনুষ্ঠান। তার আগে থাকছে হলুদ (Haldi), মেহেন্দির (Mehendi) মতো অনুষ্ঠান। সোনাক্ষীর (Sonakshi Sinha) বিয়ের জন্য ঠিক করা হয়েছে নির্ধিষ্ট কিছু থিম। থিমে থাকছে না গোলাপি (Pink), লালের (Red) ছোঁয়া। বিয়ের পোশাকও রয়েছে চমক।

শোনা যাচ্ছে মাত্র ৫০ জন ঘনিষ্ট অতিথিদের নিমন্ত্রন জানানো হয়েছে অনুষ্ঠানে। এদের মধ্যে রয়েছেন পরিবারের মানুষরা এবং বন্ধুবান্ধবরা। তবে নিমন্ত্রিত রয়েছেন সোনাক্ষী অভিনীত ‘হীরামন্ডি’ (Heeramandi) এর অভিনেতা-অভিনেত্রীরা। বিয়েতে আসছেন না বলিউডের তারকারা। এদের জন্য রিসেপশন এর পরিকল্পনা করছেন সোনাক্ষী