আসছে ‘সোলজার ২’, কে কে থাকছেন ছবিতে? জানলেন প্রযোজক

Bobby Deol in Soldier Movie

‘গাদার ২’ এর সাফল্যের পর, আসতে চলেছে ‘সোলজার ২’ (Soldier 2)। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছিলেন ,ববি দেওল (Bobby Deol) ও প্রীতি জিন্টা (Preity Zinta)। এছাড়া ছবিতে ছিলেন রাখি গুলজার, ফরিদা জালাল, জনি লিভার, সুরেশ ওবেরয়, দলিপ তাহিল, শরৎ সক্সেনা, আশিস বিদ্যার্থী। এই ছবির পরিচালনা করেছিলেন আব্বাস মস্তান। ছবির প্রযোজনা করেছিলেন রমেশ ও কুমার তুরানি।

২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত ‘অ্যানিম্যাল’ (Animal) ছবিতে অভিনয় করে কেরিয়ারের মোড় ঘরে ববির। আব্রার নামক খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। বিপুল জনপ্রিয়তা পায় তাঁর ‘জামাল কুদু’ গানটি। তৈরী হয় লর্ড ববির ফ্যানবেস। প্রথমে শোনা যাচ্ছিল যে সোলজারের সিকুয়েলে থাকতে চলেছেন ববি। তিনি ফিরতে চলেছেন রাজ মালহোত্রার চরিত্রে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন প্রযোজক।

   

প্রযোজক রমেশ তুরানি (Ramesh Taurani) জানিয়েছেন যে গল্প ঠিক করা হলে তবেই ভাবা হবে কলাকুশলীদের। তিনি যোগ করেছেন এই এই মুহূর্তে চূড়ান্ত না হলেও গল্পের প্রয়োজনে ফিরতে পারেন ববি ও প্রীতি। আগামী বছর শুটিং শুরুর পরিকল্পনা আছে তাঁদের।

সিরিজ মুক্তির পর জুটি বেঁধে কার শিকার করতে বেরোচ্ছেন মির্জাপুর বাসীরা?

একটি পুরোনো সাক্ষাৎকারে রমেশ তুরানি স্মরণ করেছিলেন কীভাবে তারা প্রীতি জিন্টাকে ‘সোলজার’-এর জন্য কাস্ট করেছিলেন। তিনি বলেন, “আমরা তাকে প্রথমে ‘কেয়া কেহনা..’-এর জন্য চুক্তিবদ্ধ করেছিলাম, কিন্তু ওই ছবিটি দেরিতে মুক্তি পায়। আমরা যখন ‘সোলজার’ ছবিটি তৈরি করছিলাম, তখন ‘সোলজার’, ‘আমাদের জন্য একটি খুব বড় চলচ্চিত্র ছিল, এবং শীঘ্রই এটি ফ্লোরে যাচ্ছিল। এরপর আমরা তাঁকে সোলজারে কাস্ট করি।”

এর আগে একটি সাক্ষাৎকারে ববি দেওল ‘সোলজার ২’ নিয়ে টিজ করেছিলেন। তিনি বলেছিলেন, “অনেক দিন হয়ে গেল । হয়তো ‘অ্যানিমাল’ এর পর, টিপসের মালিক রমেশ জি আমার সাথে [সোলজারের ] পার্ট টুর করার কথা ভাববেন।”

ববি দেওলের হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবি। যশরাজের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’, ‘কাঙ্গুবা’, ও ‘হরি হর বীর মাল্লু’র মতো বড় বাজেট ছবি রয়েছে তাঁর হাতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন