Solanki Roy: ‘যাদের আমি ঘৃণা করি’! কেন একথা বললেন অভিনেত্রী

Solanki Roy

Solanki Roy: প্রেমের গল্পে বরাবরই নিঃশ্চুপ শোলাঙ্কি রায়। এদিন লিপ সিং বললেন, ‘আমার থেরাপিস্ট বলেছিল, চিঠি লিখতে সেই সমস্ত মানুষদের, যাদের আমি ঘৃণা করি। তারপর পুড়িয়ে ফেলতে। আমিও তাই করেছি। এখন বুঝতে পারছি না চিঠিগুলোকে কী করব।’ কিন্তু কেন! হঠাৎ কী এমন হল। দিব্যি তো ভালোই ছিলেন। স্বামী শাক্যের সঙ্গে ডিভোর্স, সোহম মজুমদারের সঙ্গে নতুন করে প্রেমচর্চা, সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বেশ ভালোই কাটছিল নায়িকার জীবন। এবার আবার এতদিন পর সোশ্যাল মিডিয়ায় এমনটা বলে বসার কারণ!

Advertisements

আসলে এই রিলটি বানানো হয়েছিল, বেশ কয়েক মাস আগেই। দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজের কাজ শেষের আগেই। তখন শুধু মজা করার জন্যই বানানো হয়েছিল রিলটা। আর কিছু নয়। আপাতত টলিউডে কাজ করছেন না অভিনেত্রী। বলিউড কিংবা হিন্দি জগতে নিজের জায়গা করে নেওয়ার জন্য পাড়ি দিয়েছেন মুম্বইতে। সেখানেই রয়েছেন গত মাস ছয়েক ধরে।

জীবনের পাতায় তাঁর উপমা এখন সিঙ্গল। প্রেম চর্চা গুলি মেরে নিজের মতো করেই কাটাচ্ছেন জীবনটা। এদিন কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ‘বিয়ে শুধু এটার উপর টিকে থাকে না আমরা একে অপরকে কতটা ভালোবাসি। এর বাইরে একটা সম্পর্ক টিকে থাকতে জরুরি দুটো মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা একরকম কিনা।’ এদিন তিনি জানিয়েছেন, শাক্যর পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও এখনও ভালো সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। বিচ্ছেদ হলেও, বন্ধুত্ব বর্তমান।

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Solanki Roy (@srbrishti.19)