থ্রিলার আর মিস্ট্রির মোড়কে ‘বহুরূপ’, জন্মদিনে সোহমের বড় চমক

সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সদ্য ৪১ তম জন্মদিনে বড় ঘোষণা! অভিনেতা প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবির নাম। নতুন ছবি “বহুরূপ” (Bahurup) নিয়ে একাধিক রূপে পর্দায়…

soham-chakraborty-new-film-bahurup-female-lead-idhika-pal

short-samachar

সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সদ্য ৪১ তম জন্মদিনে বড় ঘোষণা! অভিনেতা প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবির নাম। নতুন ছবি “বহুরূপ” (Bahurup) নিয়ে একাধিক রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সোহম। নাম শুনেই বোঝা যাচ্ছে ছবিতে সোহমের চরিত্রে দেখা যাবে একাধিক রূপ। ছবির পোস্টারও মুক্তি পেয়েছে, যা নিয়ে আলোচনা তুঙ্গে।

   

পোস্টারটি নজর কেড়েছে সবার। সেখানে ভাঙা কাচের মধ্যে সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) একাধিক রূপ প্রকাশ পেয়েছে। কোথাও তিনি বৃদ্ধের সাজে, কোথাও মহিলা চরিত্রে, আবার কোথাও রাগত চোখে তাকিয়ে রয়েছেন। সোহমের এই রূপগুলো ছবির থ্রিল ও রহস্যের গহীনতার ইঙ্গিত দিচ্ছে। ছবিটি পরিচালনা করছেন আকাশ মালাকার। ছবির কাজ চলতি বছরেই শুরু হবে। আগামী বছরের প্রথম দিকেই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

নির্মাতারা দাবি করছেন, এটি বাংলার সবচেয়ে বড় থ্রিল এবং মার্ডার মিস্ট্রি ছবি হতে চলেছে। সোহম চক্রবর্তীর এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল, দেবলীনা দত্ত, রাজা দত্ত, গোপাল তালুকদার, রাজু মজুমদার, প্রমুখ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Soham Chakraborty (@myslfsoham)

এছাড়াও, সোহমের (Soham Chakraborty) বিপরীতে দেখা যাবে ‘কিশোরী’ ইধিকা পালকে (Idhika Pal) । বিশেষত, সোহমের সাতটি ভিন্ন রূপ ফুটিয়ে তুলবেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু, যাঁর দক্ষতায় সোহম একেবারে নতুন নতুন চরিত্রে আবির্ভূত হবেন। এছাড়া, ইধিকা পালকেও নানা চরিত্রে দেখা যাবে, যা ছবির চরিত্রগুলির বিচিত্রতা ও গভীরতা বাড়াবে। “বহুরূপ” (Bahurup) ছবিটি প্রযোজনা করছে এস বি ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট।

সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সোশ্যাল মিডিয়াতে ছবি নিয়ে একটি পোস্টও করে লিখেছেন, “আমি এর আগে কখনও এমন কাজ করিনি। সাতটা চরিত্র একটা ছবিতে, এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।”