‘তোমাকে আমার সঙ্গে শুতে হবে…’ কাস্টিং কাউচের প্রস্তাব কী বলেলেন ইশা?

হিন্দি সিনেমা, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি অথবা টেলিভিশনে কাস্টিং কাউচের (casting couch) ঘটনা এখনো শোনা যায়। সম্প্রতি, টেলিভিশন অভিনেত্রী রশ্মি দেশাই তার অতীতের ঘটনা শেয়ার করেছেন,…

"Sleep with Me for a Role": Esha Sharvani Exposes Casting Couch Incident in Bollywood

হিন্দি সিনেমা, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি অথবা টেলিভিশনে কাস্টিং কাউচের (casting couch) ঘটনা এখনো শোনা যায়। সম্প্রতি, টেলিভিশন অভিনেত্রী রশ্মি দেশাই তার অতীতের ঘটনা শেয়ার করেছেন, যা অনেকেই অবাক হয়ে পড়েছিলেন। এবার সেই পথেই হাঁটলেন বলিউডের অভিনেত্রী ঈশা শরওয়ানি (Isha Sharvani)। ‘কিসনা’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ঈশা শরওয়ানি । সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Siddharth R Kannan (@sid_kannan)

তিনি জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির এক বিখ্যাত নায়ক তাকে কাজের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। ঈশা শরওয়ানি (Isha Sharvani) এই অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, “একজন সুপারস্টার আমাকে কাজের বিনিময়ে তার সঙ্গে বিছানা শেয়ার করার প্রস্তাব দিয়েছিলেন। আমি তখন একদম হতবাক হয়ে গিয়েছিলাম।” এই প্রস্তাব শুনে তার মনে একটাই চিন্তা এসেছিল—”কীভাবে পালানো যায়?”

ঈশা (Isha Sharvani) আরও জানান, সে সময় তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং পরিস্থিতি থেকে বাঁচার জন্য অবিলম্বে সেখান থেকে সরে এসেছিলেন। “আমি তখন ধীরে ধীরে উঠে পালিয়ে গিয়েছিলাম। পরে তাকে ডেকে সরাসরি প্রত্যাখ্যান করি।” ঈশা স্পষ্টভাবে বলেন, তিনি শারীরিকভাবে আঘাত পেতে চাননি এবং তার মনে একটাই চিন্তা ছিল, “এটা কখনো হতে দেব না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Isha Sharvani (@isha.sharvani)

Advertisements

ঈশা (Isha Sharvani) এই সাক্ষাৎকারে আরও জানান, “কিসনা” ছবির অফারের বিষয়েও। তিনি বলেন, “আমি আমার মা দীক্ষা শেঠের জন্য ডিভিডি চালাতে সেটে গিয়েছিলাম, তখন সুভাষ ঘাই আমাকে দেখেন এবং আমার নাচের দক্ষতায় মুগ্ধ হয়ে আমাকে মূল চরিত্রে চুক্তিবদ্ধ করেন।” ২০০৫ সালে মুক্তি পাওয়া “কিসনা” ছবির মাধ্যমে ঈশা বলিউডে প্রবেশ করেন।

উল্লেখ্য, ঈশা (Isha Sharvani) বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু কোনও ছবিতেই তাকে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে দেখা যায়নি। ২০২০ সালে “দিল বেচারা” ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল, এবং ২০১২ সালে তিনি “ঝলক দিখলাজা 5”-এর অংশ ছিলেন। তার মানে তিনি ৪ বছর ধরে চলচ্চিত্র থেকে নিখোঁজ। ।