Sunday, December 7, 2025
HomeEntertainmentIIFA অ্যাওয়ার্ডের মধ্যেই এ আর রহমানকে প্রণাম হানির

IIFA অ্যাওয়ার্ডের মধ্যেই এ আর রহমানকে প্রণাম হানির

- Advertisement -

বর্তমানে আবুদাবি জমজমাট। চলছে বলিউডের IIFA awards। বলা যেতে পারে গোটা বলিউড বর্তমানে মুম্বাই থেকে উঠে গিয়ে আবুধাবিতে বসেছে। সলমন খান থেকে সারা আলি খান রয়েছেন সবাই। রয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান, সংগীতশিল্পী হানি সিং।

সম্প্রতি বেশ কয়েক বছর আগেই বলিউডে পা রেখেছেন হানি সিং। তবে হঠাত্‍ করেই কোথায় যেন হারিয়ে যান তিনি। শোনা যায়, মানসিক অবসাদে ভুগছিলেন। নেশায় ডুবে গিয়েছিলেন। এখানেই শেষ নয়, হানি সিংয়ের নামে নানা মামলাও চলছে আদালতে, যার মধ্যে রয়েছে স্ত্রীয়ের সঙ্গে দাম্পত্য কলহও।

   

তবে হানি সিং সব কিছু ভুলে এখন ঘুরে দাঁড়াতে চান। আর তাই তো নতুন করে মন দিয়েছেন কেরিয়ারে। আইফার মঞ্চে তখন পারফর্ম করছিলেন হানি সিং। মঞ্চের সামনে দর্শকের আসনে বসেছিলেন এ আর রহমান। হঠাত্‍ করেই মঞ্চ থেকে নেমে রহমানের পায়ে মাথা নত করে বসে রইলেন হানি সিং। হানির এই কীর্তি দেখে একেবারে হতবাক রহমানসহ বাকিরা।
আগে ভাংরা গান গাইতো হানি সিং। আর এর পর বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় গান গেয়ে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করান। খ্যাতির শিখরে থাকাকালীনই মানসিক অবসাদের শিকার হয়েছিলেন হানি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular